পিঠাকেয়ারী হাসপাতালে পরিদর্শন।

West Bardhaman News : গ্রামীণ হাসপাতালে ঝামেলা এড়াতে পদক্ষেপ! চিকিৎসক, নার্সদের নিরাপত্তার দিকে নজর

আসানসোল, পশ্চিম বর্ধমান : জেলা হাসপাতালের পর এবার গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোর দিকে নজর দিচ্ছে জেলা প্রশাসন। নজর রয়েছে চিকিৎসক, নার্সদের নিরাপত্তার দিকেও। হাসপাতালগুলির নিরাপত্তা বা পরিকাঠামোগত ভাবে যাতে সার্বিকভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্য না হয়েছে। রোগী ও রোগীর পরিবারের সদস্যদের চিকিৎসা করাতে এসে যাতে কোনওরকম সমস্যা না হয়, নজর রয়েছে সেই বিষয়ের দিকেও।

ইতিমধ্যেই আসানসোলের পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং স্থানীয় পুলিশ কর্তারা। হাসপাতালের পরিকাঠামোয় কি কি অভাব রয়েছে, কিভাবে নিরাপত্তার আরও জোরদার করা হয়, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। কথা বলা হয়েছে হাসপাতালে চিকিৎসক, নার্সদের সঙ্গে। পাশাপাশি রোগী, রোগী পরিবারের সদস্যদের কাছে সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বলে খবর।

আরও পড়ুন : বন্যা প্রতিরোধের জলাধারই ভাসিয়ে দিচ্ছে! জমিজটই কি দুঃখের কারণ দামোদরের?

মূলত হাসপাতালে নিরাপত্তার জন্য কতগুলি সিসিটিভি ক্যামেরার প্রয়োজন রয়েছে, কোথায় আলোর প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দিকটিও যাতে সুনিশ্চিত করা যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও চিকিৎসা করাতে আসা রোগী বা রোগী পরিবারের অপেক্ষা করার জন্য শেড তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন : জেদ করেই শুরু হয়েছিল পুজো, এবারেও আয়োজন জোরদার

উল্লেখ্য, আরজি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত জেলা হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তার মধ্যেই গ্রামীণ হাসপাতালগুলির নিরাপত্তা এবং পরিকাঠামোর দিকে প্রশাসন আরও গুরুত্ব সহকারে নজর দেওয়ায় খুশি সাধারণ মানুষ। সকলে একযোগে বলছেন, হাসপাতালগুলির নিরাপত্তা, পরিকাঠামো আরও উন্নতি হলে সার্বিকভাবে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে। ফলে চিকিৎসা করাতে আসা রোগী অথবা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী কেউই আর সমস্যায় পড়বেন না।

নয়ন ঘোষ