মাছ বাজার

Birbhum News: রামপুরহাটের বাজারে হঠাৎ ডিস্ট্রিক ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান,ব্যাগ হাতে ক্রেতারা অবাক

বীরভূম: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সিউড়ি নেতাজি মার্কেটে অভিযান ডিইবি (ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ)। বুধবার সকালে সিউড়ির নেতাজি মার্কেটের কাঁচা সব্জির দোকানে যান ডিইবি-র আধিকারিকরা। তাঁরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। জিনিসপত্রের দামের খোঁজ নেন৷ যেন সরকারের বেঁধে দেওয়া দামের থেকে বেশি দাম না নেওয়া হয় সেই নিয়েও বিক্রেতাদের সচেতন করেন। পাশাপাশি সাধারণ ক্রেতাদের সঙ্গে তাঁরা কথা বলেন। বাজারে আলু, লঙ্কা সহ অন্যান্য কাঁচা সব্জির কী দাম চলছে তাও খোঁজ নেন ডিইবি-র আধিকারিকরা।

অন্যদিকে এইদিন বীরভূমের রামপুরহাট শহরের হাটতলা বাজারে হানা দেন প্রশাসনের আধিকারিকরা। ঘটনা হল, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে কাঁচা সব্জির দাম ছিল আকাশ ছোঁয়া। স্বাভাবিকভাবেই বিপাকে পড়ছিলেন মধ্যবিত্ত ও নিন্মবিত্ত শ্রেণীর মানুষজন। সমস্যা সমাধানে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই রাজ্যজুড়ে তৎপরতা দেখা যায়। দামে কিছুটা হলেও পতন দেখা যায়। তাতেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। বুধবার সবজি-সহ মাছ ও মাংসের বাজারে টাস্ক ফোর্সের আধিকারিকদের নজরদারি চলল বটে সুফল মিলল কোথায়! দাবি করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন : মহিলাদের স্বনির্ভর করতে এক অভিনব উদ্যোগ ! জানুন রাজ্যের এই প্রকল্প

বুধবার বোলপুরের হাটতলা সবজি বাজার, শান্তিনিকেতন রোড, শ্যামবাটি, কিষাণ মান্ডির বাজারে দর নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বীরভূম জেলার টাস্ক ফোর্স। মঙ্গলবার, নবান্নে আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেই নড়েচড়ে বসেন জেলার টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। দাম জানতে চান। কথা বলেন ক্রেতাদের সঙ্গেও। জেলা পুলিশের ডিএসপি ডিইবি স্বপনকুমার চক্রবর্তী জানান, “বোলপুরের সবগুলি বাজারে অভিযান চালানহয়েছে। ইচ্ছাকৃতভাবে যারা আলু এবং পেঁয়াজের দাম বাড়াচ্ছেন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপর জেলা জুড়ে গোডাউন গুলিতে অভিযান চলবে।”

আরও পড়ুন : সিপাহি বিদ্রোহের আমলের ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে এ কী উদ্ধার হল! জানলে চমকে উঠবেন

বুধবার বোলপুরের পর বৃহস্পতিবার সিউড়ির এবং এইদিন রামপুরহাটের বাজারে হানা কতটা সাধারণ মানুষের মনে শান্তি ফেরাতে পারে সেটাই এখন দেখার। যদিও এই বিষয়ে বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে কিনতে খরচ পরছে বিস্তর।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

খুচরো বাজারে তার প্রভাব পড়বেই। কারণ পাইকারি বাজার থেকে তারা যে দামে কিনছেন তার থেকে দু তিন টাকা লাভেই তাদেরকে ক্রেতাদের বিক্রি করতে হবে।

সৌভিক রায়