কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চ জেলাশাসক এবং কমিশনারের।

West Bardhaman News : ‘সমস্যা হলে আমাদের জানান!’ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রুটমার্চ জেলাশাসক, পুলিশ কমিশনারের

আসানসোল, পশ্চিম বর্ধমান : উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে রাজ্যের ভোট প্রক্রিয়া। চতুর্থ দফায় ভোট হবে পশ্চিম বর্ধমান জেলায় জেলার দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ আসানসোল এবং বর্ধমান দুর্গাপুরে। এই দুটি কেন্দ্রে নির্বাচন হবে মে মাসের ১৩ তারিখে। তার আগে রাজনৈতিক দলগুলি চালাচ্ছে প্রচার। চলছে প্রস্তুতি। প্রশাসনিক মহলেও প্রস্তুতি চরমে। জেলার বিভিন্ন জায়গায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। তবে এদিন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের সময় আসানসোলে ধরা পড়েছে অন্য ছবি। যেখানে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের মনের সাহস জোগাতে এগিয়ে এসেছেন খোদ জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারও।

ভোটারদের কাছে তাদের আবেদন, কোনও সমস্যা থাকলে আমাদের জানান। সমস্যা থাকলে জানান কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জেলাশাসক এবং কমিশনারের এই রুটমার্চ যে ভোটারদের মনোবল অনেকটা বাড়িয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যে বাহিনীকে জেলার বিভিন্ন থানার অধীনে দেওয়া হয়েছে। বিভিন্ন থানার নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন এলাকায় চালাচ্ছে রুটমার্চ।তারা কথা বলছেন ভোটারদের সঙ্গে। চলছে এরিয়া ডমিনেশনের কাজ।

আরও পড়ুন : স্কুলেই আসেন না জীবন বিজ্ঞানের শিক্ষিকা, সাদা খাতা জমা দিয়ে প্রতিবাদ পড়ুয়াদের

যাতে নির্বাচনের আগে জেলার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয়, বা ভোটারদের কোনও সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য কেন্দ্রীয় বাহিনী লাগাতার বিভিন্ন এলাকায় রুটমার্চকরছে। রুটমার্চ করার সময় জেলাশাসক পোন্নাবলম এস জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। স্পর্শকাতর বুথ এলাকাগুলিতে হচ্ছে রুটমার্চ। বিগত নির্বাচনে যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছিল, সেই সমস্ত জায়গাগুলি ঘুরে দেখা হচ্ছে।

পাশাপাশি রাজনৈতিক দলগুলির তরফ থেকে পাওয়া তালিকার ভিত্তিতে বিভিন্ন জায়গায় এই রুটমার্চকরা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে স্পর্শকাতর বুথ এলাকাগুলি। তবে ভোটারদের তরফ থেকে এখনও ভোট সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কিন্তু ভোটারদের অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে বলেন জানিয়ে দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক।

নয়ন ঘোষ