ডুয়ার্স ডে

Dooars Day: ডুয়ার্সকে জানতে ও চিনতে ডুয়ার্স ডে! নাচে গানে মাতল উত্তরের চা বলয়

আলিপুরদুয়ার: ডুয়ার্সের নানা জনজাতির নাচে গানে আয়োজিত হল ডুয়ার্স ডে। ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিটি জনজাতির মানুষদের সংস্কৃতি দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শকরা। ডুয়ার্সের বিভিন্ন জনজাতির মানুষদের একসঙ্গে নিয়ে এসে একটা দিন উদযাপনের উদ‍্যোগ প্রতিবছরই নিয়ে থাকেন আয়োজকরা। কালচিনি থানা ময়দানে আয়োজিত হয় ডুয়ার্স ডে।

এই দিনটি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে কৌশল গোলে জানান,”ডুয়ার্স নিয়ে পর্যটক সহ অন‍্যান‍্যদের জানার শেষ থাকে না। তাদেরকে ডুয়ার্সের সংস্কৃতি সম্পর্কে জানাতে এই আয়োজন। প্রতিবছরই ব‍্যাপক সাড়া মেলে। এবারেও জেলার বাসিন্দারা এসেছেন। পর্যটকরা সামিল হয়েছেন।”

আরও পড়ুন:বাইরের পোশাক আজও গায়ে তোলেন না এই মহিলারা, আজব গ্রামে তাহলে মহিলারা কী পরেন!

ডুয়ার্স শব্দটি শুনলেই চোখের সামনে একে একে ভেসে ওঠে জঙ্গল, পাহাড়, অসংখ্য নদী ঘেরা উত্তরের শান্ত-সবুজ নির্জন একটি এলাকা। স্বপ্নমাখা নীল আকাশের নিচে পাহাড়ের গায়ে একরাশ সবুজের বাহার। যেখানে হাজারও প্রজাপতির চঞ্চল ডানায় ছলকে ওঠে একরাশ রং। স্বপ্ন ও বাস্তবতার এক অপূর্ব স্বাদ গ্রহণ করতে মানুষ ছুটে চলে ডুয়ার্সের পথে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Annanya Dey