মায়াপুর ইসকন মন্দিরের ড্রোন ভিউ

Nadia News: নদিয়ার ঐতিহাসিক স্থান গুলিকে রক্ষা করতে, কেন্দ্রীয় নীতি আয়োগের ড্রোন সার্ভে

নদিয়া: সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে ও নীতি আয়োগের সহযোগিতায় প্রাচীন ঐতিহাসিক স্থান গুলিতে পুনর্নির্মাণের জন্য এক ড্রোন সার্ভের উদ্যোগে এই সমস্ত স্থানগুলির পর্যবেক্ষণ সম্পূর্ণ হল। পুনর্নির্মাণের জন্য প্রাথমিক ভাবে নদিয়ার যে ছ’টি প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত স্থান চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল নবদ্বীপ গঙ্গাঘাট, কৃষ্ণনগর রাজবাড়ি, দিগনগর রাঘবেশ্বর মন্দির, শান্তিপুর আদৈত্য আশ্রম ও শ্যামচাঁদ মন্দির, ফুলিয়ায় রামায়ণের বাংলা অনুবাদকারী কবি কৃত্তিবাস ওঝার জন্মস্থান এবং শিব নিবাস মন্দির। প্রাথমিক ভাবে ড্রোনের মাধ্যমে এই জায়গাগুলি পর্যবেক্ষণ করা হয়েছে।

আরও পড়ুন: নদিয়ার ঐতিহাসিক স্থান গুলিকে রক্ষা করতে কেন্দ্রীয় নীতি আয়োগের ড্রোন সার্ভে

নদিয়ার বিভিন্ন ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন উড়িয়ে, সংগ্রহীত ভিডিও এবং অন্যান্য আনুষঙ্গিক তথ্য কেন্দ্রীয় পর্যটন বিভাগে পাঠিয়ে, উন্নয়নের চেষ্টা সাংসদ জগন্নাথ সরকারের। এদিন তিনি জানান শুধু নবদ্বীপের গঙ্গার ঘাট নয় সঙ্গে শিবনিবাস, বীরনগর, শান্তিপুর, কৃষ্ণ নগরের রাজবাড়ি সহ নদীয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ওয়ার্লড হেরিটেজ-এর আওতায় নিয়ে যাবার জন্য নিতিআয়োগের দ্বারা প্ল্যান তৈরির পরিদর্শন, এই কাজ খুব দ্রুতই শুরু হবে। যাতে আগামী দিনে নদিয়ার এই জায়গা গুলি বিশ্বের দরবারে তুলে ধরা যায়। স্বাভাবিকভাবেই এতে পর্যটক আরও বাড়বে যার ছেড়ে আর্থিকভাবে লাভবান হবে পর্যটন ওপর ভিত্তি করে রোজগার করা সাধারণ মানুষেরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Mainak Debnath