দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের রথতলার গৃহিনী রুপালী চক্রবর্তী। তিনি নিজেই পুজোর আনন্দে সামিল হতে বানিয়ে ফেললেন দুর্গা প্রতিমা। তবে খড়-মাটি দিয়ে নয়,বাড়িতে পড়ে থাকা অপ্রয়োজনীয় কাপড়ের টুকরো আর সূচ-সুতো দিয়ে একে একে দুর্গা,গণেশ,কার্তিক,সরস্বতী, লক্ষীসহ তাঁদের বাহন তৈরি করে ফেলেছেন তিনি।
তাঁর কথায়,সবাই তো মাটির দুর্গা প্রতিমা তৈরি করে পুজো করেন। কিন্তু তিনি কাপড় আর সুচ সুতো নিয়েই হাতের কাজ করতে ভালবাসেন। তবে, শুধুমাত্র দেবী দুর্গাই নয়, দেবীর পায়ের কাছে রয়েছে অসুরও। ২০ দিনেই রূপালী চক্রবর্তী গড়ে তুলেছেন দুর্গাপ্রতিমা। যা দেখতে পাড়াপড়শিরাও এখন থেকেই ভিড় জমাচ্ছেন।
আরও পড়ুন:অবাক কাণ্ড! প্রতিমা তৈরি থেকে পুজো সব করে খুদেরা! এবার তিন বছরে পড়ল এই দুর্গাপুজো
রূপালী দেবীর এমন প্রতিভার কথা এখন শুধু বালুরঘাটবাসী নয়, জেলাবাসীর কাছে এক নজির সৃষ্টি করেছে। শিল্পীর এই নতুন শিল্পকর্ম দেখতে বহু মানুষ তাঁর বাড়িতে ভিড় করছেন।
সুস্মিতা গোস্বামী