খুঁটিপূজো

North 24 Parganas News: মহিলা শিল্পী তৈরি করবেন মণ্ডপ, অশোকনগর ভারতী ক্লাবে এবার দুর্গা পুজোয় বিশেষ চমক

উত্তর ২৪ পরগনা: মহিলা থিম শিল্পী কোমরে আঁচল গুজে নিজেই মাঠে নেমে শুরু করলেন দুর্গা পুজোর প্যান্ডেল তৈরির কাজ। আর তার মধ্য দিয়েই যেন শুরু হয়ে গেল শারদ উৎসবের কাউন্টডাউন। এদিন অশোকনগরের সেরা পুজোগুলির মধ্যে অন্যতম ভারতী ক্লাবের ৭১ তম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো করা হয়। রথ যাত্রার বিশেষ এই দিনে সকাল থেকেই বিশেষ পুজোর আয়োজন করা হয় ক্লাব ময়দানে।

এলাকার মহিলাদের পাশাপাশি নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরও লক্ষ্য করা গেল এদিনের খুঁটি পুজো ঘিরে আনন্দে মেতে উঠতে। ঢাকের তালে, রোদ ঝলমল পেজা তুলোর মেঘে, যেন মা-কে নিয়ে আসার প্রস্তুতি শুরু হল এদিন থেকেই। বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘট প্রতিস্থাপন করে পুজো সারলেন পুরোহিত। পুজো করা খুঁটি এরপর ক্লাবের সকল সদস্যরা হাতে ধরে মাটিতে পুঁতে সূচনা করলেন ৭১ তম বর্ষের দুর্গাপুজোর মন্ডপ তৈরির কাজ।

এবছর ভারতী ক্লাবের পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। থিমে উঠে আসবে সুদূর ব্যাংককের নজর কাড়া বৌদ্ধ মন্দির। মহিলা থিম শিল্পী ঝুনু দেবনাথ জানান, সুদূর কাটিয়াহাট থেকে তিনি এসেছেন। বিগত দু’বছর তিনি এই ক্লাবের মন্ডপ শয্যার দায়িত্বে ছিলেন। এবারও তার তৈরি প্যান্ডেল সকল মানুষের নজর করবে বলেই আশাবাদী শিল্পী।

আরও পড়ুনঃ Team India Captain: চাকরি যাচ্ছে রোহিত শর্মার! টেস্ট ও ওডিআইতে কে ভারতের অধিনায়ক? জানিয়ে দিলেন জয় শাহ

দুর্গাপূজো উপলক্ষে জেলার পাশাপাশি নানা প্রান্ত থেকে মানুষজন অশোকনগরে আসেন দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরতে। আর তার মধ্যেই বিশেষ নজর থাকে এই ভারতী ক্লাবের পুজোর দিকে। প্রতিবছরই কোন না কোন স্থান দখল করে থাকে এই ক্লাব। প্রতিমা থেকে আলোকসজ্জা সবেতেই এবারও থাকবে বিশেষ চমক দাবি ক্লাব উদ্যোক্তাদের। ক্লাবের মহিলা সদস্যরাও যেন এদিন থেকেই উমা আগমনের আনন্দে মেতে উঠলেন। তাই এবারও ভারতী ক্লাবের পুজোর দিকে নজর থাকবে অশোকনগর বাসীদের। ক্লাব সদস্যদের দাবি, এবারও তাদের পুজো মানুষের বিচারে বিশেষ স্থান পাবে।

Rudra Narayan Roy