বাচ্চাকে ফিরিয়ে দিল পুলিশ

South 24 Parganas News: হারিয়ে যাওয়া বাচ্চাকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিল বারুইপুরের আরপিএফ

দক্ষিণ ২৪ পরগনা: হারিয়ে যাওয়া বাচ্চাকে বারুইপুর স্টেশনের আর পি এফ অধিকারিক মায়ের হাতে তুলে দিলেন। হারিয়ে যাওয়ার বাচ্চার নাম অভিজিৎ সিং। বাড়ি বারুইপুর থানার অন্তগত ধপধপি এলাকায়। অভিজিৎ এর মা সুজাতা দেবী বলেন, নিউ গড়িয়া থেকে সন্ধ্যায় ডাউন লক্ষীকান্তপুর ট্রেনে ছেলেকে তুলে দিতে এসেছিল তার মায়ের কাছে।

সুজাতা দেবীর শ্বশুরবাড়ি নিউ গড়িয়ায়। তার বাচ্চাকে ট্রেনে তুলেও দিয়েছিলেন।কিন্তু পরে দেখেন নিউ গড়িয়া স্টেশনে তার মা নেমে যায় ট্রেন থেকে। সঙ্গে সঙ্গে নিউ গড়িয়া স্টেশন এর টিকিট কাউন্টারে রেলের কর্মীদের অভিযোগ করে। নিউ গড়িয়ার স্টেশন মাস্টার সোনারপুর স্টেশনের মাস্টারকে জানায় উনি বারুইপুর স্টেশন মাস্টারকে জানায়। বারুইপুর স্টেশন মাস্টার আরপিএফের আধিকারিকদের খবর দেয় সঙ্গে সঙ্গে।

আরও পড়ুনঃ Team India Captain: চাকরি যাচ্ছে রোহিত শর্মার! টেস্ট ও ওডিআইতে কে ভারতের অধিনায়ক? জানিয়ে দিলেন জয় শাহ

আরপিএফে কর্মীরা দ্রুত তার সঙ্গে বারুইপুর ৪ নাম্বার প্লাকফর্ম এ যায় স্টেশনে ট্রেন ঢুকলে সেই ট্রেন থেকে উদ্ধার করে ছেলেকে। পরে তার মা সুজাতা সিং কে ফোন করে আধার কার্ড আনতে বলেন আর পি এফ আধিকারিক। সুজাতা দেবী আরপিএফ আধিকারিকদের কাছে গেলে আধিকারিক ওই বাচ্চাকে মায়ের হাতে তুলে দেন।ছেলেকে পেয়ে মা খুব খুশি হয়েছেন। রেল পুলিশে এই কাজকে উনি বাহবা দেন। তিনি আন্তরিক ধন্যবাদ জানান আরপিএফ আধিকারিকদের।

সুমন সাহা