৫১ পীঠ 

Durga Puja 2024: বীরভূমের এই পুজো মণ্ডপে সতীর ৫১ পীঠ

বীরভূম:  এ’বছর বীরভূমের বিভিন্ন ক্লাবকে টেক্কা দিতে চলছে নলহাটি শহর লাগোয়া বাউটিয়া শিবতলা সর্বজনীন দুর্গাপুজো। সুবর্ণজয়ন্তী বর্ষে এবার জেলাবাসীকে সতীর ৫১ পীঠ দর্শনের ব্যবস্থা করছে পুজো কমিটি। এই প্রথম বিগ বাজেটের দুর্গাপুজো করার প্রয়াস নিয়েছে বাউটিয়া শিবতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি।এবার তাদের থিম সতীর ৫১ পীঠ।পীঠগুলি কোথায় এবং কী নামে পরিচিত, তা তুলে ধরা হচ্ছে। ৫১ পীঠের হুবহু মৃন্ময়ী বিগ্রহ ও সেই সমস্ত মন্দিরের চূড়ার আদলে মণ্ডপসজ্জা করছেন তাঁরা।

দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সতীর ৫১পীঠ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে সেইসমস্ত মন্দির ও বিগ্রহ দর্শনের সৌভাগ্য খুব কমজনেরই হয়।অনেকের  ইচ্ছে থাকলেও নানা কারণে দেখা হয়নি সতীর ৫১ পীঠস্থান।বাসিন্দাদের সতীপীঠগুলি দেখার সুযোগ করেছেন এই পুজো কমিটির সদস্যরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও রাতদিন এক করে মণ্ডপ গড়ে তুলছেন গ্রামের অসীম ফুলমালী। তিনি বলেন, বাঁশ, কাঠ-সহ সমস্ত – পরিবেশ-বান্ধব সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। মূল মণ্ডপের পাশেই গড়ে উঠছে সতীর ৫১ পীঠ।

কমিটির সম্পাদক স্বরোজ চৌধুরী বলেন, সতীর ৫১টি মন্দিরের চূড়ার আদলে ভিন্ন ভিন্ন মণ্ডপসজ্জা ও মৃন্ময়ী বিগ্রহ গড়ে তোলা হচ্ছে। সতীর ৫১ পীঠের মধ্যে পাঁচটি রয়েছে বীরভূমে। বাকি পীঠগুলির মধ্যে যেমন পাকিস্তানের করাচিতে মায়ের চক্ষু পড়েছিল, সেখানে মা মহিষমর্দিনী রূপে পূজিতা হন। বাংলাদেশের চট্টগ্রামে পড়েছে মায়ের ডান হাত, সেখানে মা ভবানী। কাশ্মীরে পড়েছে গলা, মা সেখানে মহামায়া।

সৌভিক রায়