দেবজ্যোতির সাজ পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়া 

Durga Puja Preparations 2024: জ্যৈষ্ঠেই শারদীয়ার তোড়জোড়! উত্তরবঙ্গ থেকে প্রতিমার সাজ পাড়ি দেবে আমেরিকায়

সুস্মিতা গোস্বামী, দক্ষিণ দিনাজপুর : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গোৎসব আসতে রয়েছে এখনও কিছু মাস দেরি। তবে এখন থেকেই প্রতিমার সাজ-সহ অন্যান্য সামগ্রী বালুরঘাট থেকে সুদূর ক্যালিফোর্নিয়াতে পাড়ি দিতে চলেছে। শুধুমাত্র প্রতিমা নির্মাণ, মণ্ডপসজ্জা নয়, শারদীয়ার অন্যতম আকর্ষণ দেবীর অলঙ্কার। তাই পুজোর কিছুমাস আগে থেকেই ব্যস্ততা থাকে তুঙ্গে। দক্ষিণ দিনাজপুর জেলার প্রখ্যাত শিল্পী দেবজ্যোতি মোহরার হাতে তৈরি দুর্গা প্রতিমার সাজ কিছু দিনের মধ্যেই পাড়ি দেবে ক্যালিফোর্নিয়া। আর তাতেই শোলা থেকে জরি, পুঁথির সাজে দেবী মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে উঠবেন।

গলার চিক, সাত লহরীর নেকলেস, চুড়ি, নথ, মাথার মুকুট-সহ তৈরি হচ্ছে রকমারি সাজের অলংকার। ওঁদের গয়না পরেই সাজবেন দেবী দুর্গা। পুজোর বাকি আর কয়েকটা মাস। এর মধ্যেই দেবীকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। তাই নাওয়া-খাওয়া ভুলে গয়না তৈরির কাজ করছেন বালুরঘাটের শিল্পী দেবজ্যোতি। তবে তিনি একাই নন, তাঁর এই কাজে অনুপ্রাণিত হয়ে এগিয়ে এসেছেন শহরের আরও পড়ুয়ারা। তাঁরা সকলে মিলে তৈরি করছেন মায়ের গয়না। তাতে তাঁরাও স্বনির্ভর হচ্ছেন।

আরও পড়ুন : ফলহারিণী অমাবস্যায় এই ৩ ফল দেবীকে নিবেদন করুন, পূর্ণ হবে মনস্কামনা! পাবেন সুখসমৃদ্ধি ও অর্থ

এ বিষয়ে শিল্পী দেবজ্যোতি মোহরা জানান, বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় সাজের কাজের শিল্পীর সংখ্যা তুলনামূলকভাবে কম। তাই এই কাজে তিনি নিজেকে মনোনিবেশ করেছেন। ভবিষ্যতে সে এই ধরনের কাজ আরও বেশি করে করতে চান। ক্যালিফোর্নিয়া এবং বাংলাদেশে তাঁর সাজের কাজ খুবই জনপ্রিয়। এবারও তাঁর তৈরি দুর্গার সাজ পাড়ি দিচ্ছে ক্যালিফোর্নিয়া। আগামী দুর্গাপুজো এবং কালীপুজো উপলক্ষে এক ভিন্নধর্মী শিল্প প্রতিভার নৈপুণ্য সেই জনসমক্ষে তুলে ধরবে বলে জানান তিনি।

বাড়িতেই তৈরি হচ্ছে বিভিন্ন ডিজাইনের গয়না। ডাকের সাজ, জরি, চুমকি দিয়ে ঠাকুরের গয়না তৈরিতেই এখন দিনরাত এক করে কাজ করছেন নেপালি পাড়ার দেবজ্যোতি মোহরা। বছরভর গয়নার চাহিদা থাকলেও দুর্গাপুজোর সময় তাঁদের চাহিদার পাশাপাশি বিক্রিও বেশ ভালই। তাই বাড়তি রোজগারের আশায় আলো দেখছেন শিল্পী দেবজ্যোতি মোহরা।