গাছের ৪৮ রকমের অংশ তৈরি মাতৃমুর্তি

Durga Puja 2024: দেশি বিদেশি গাছের ৪৮ রকম অংশ দিয়ে ফুটে উঠছে মাতৃমূর্তি! শিল্পীর অসাধারণ কাজে মুগ্ধতা

রুদ্রনারায়ণ রায়, উওর ২৪ পরগনা: দেশি-বিদেশি গাছের ৪৮ রকমের অংশ ব্যবহার করে সেজে উঠছে অভিনব প্রাকৃতিক দুর্গা প্রতিমা, আর সেই প্রতিমাকেই এবার রূপ দিচ্ছেন হাবড়ার এক মহিলা শিল্পী। জানা গিয়েছে, এ বছর আগরপাড়া তিন নম্বর মহাজাতি নগরের পুজো মণ্ডপের থিম হিসেবে ফুটে উঠছে আশ্রয়। সেই আশ্রয় থিমের সঙ্গে সাদৃশ্য রেখে প্রতিমাকেও রূপ দেওয়া হচ্ছে প্রাকৃতিক ভাবে। গাছের ফল ছাল বীজ থেকে শুরু করে নানা জিনিস ব্যবহার করেই তৈরি হচ্ছে এই প্রতিমা।

ইতিমধ্যেই সোনা রুপো হিরের প্রতিমা বানিয়ে সারা ফেলে দেওয়া শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের ছাত্রী নবনীতা বসু ফুটিয়ে তুলছেন এই প্রতিমা। নির্দিষ্ট সময়ে মণ্ডপে পৌঁছতে হবে প্রতিমা, তাই হাবড়ার বাণীপুর এলাকায় এখন চলছে যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ। পরিবেশবান্ধব এই প্রতিমা এবার সকলের নজর কাড়বে বলেও আশা শিল্পীর। পাশাপাশি একজন মহিলা শিল্পী হয়ে মাকে এভাবে রূপ দেওয়ার অনুভূতিও অনেকটাই আলাদা বলে জানালেন নবনীতা।

আরও পড়ুন : রাত পোহালেই মহালয়া! কখন শুরু অমাবস্যা? থাকবে কতক্ষণ? সূর্যগ্রহণ চলবে কতক্ষণ? ভারতে কোথায় দেখা যাবে? জানুন বিশদে

এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে থাইল্যান্ডের পাটকাঠি, অস্ট্রেলিয়ার ফল, চিনের বিশেষ কাঠের বল এমনকি দেশীয় বিভিন্ন গাছের শুকনো অংশ। ইতিমধ্যেই কাজ অনেকটাই শেষ, চলছে ফিনিশিং টাচ্। ছাত্রী নবনীতা বসুর প্রতিমা তৈরির কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষক শিল্পী ইন্দ্রজিৎও। তাই প্রাকৃতিক এই দুর্গা প্রতিমা দর্শন করতে চাইলে আসতেই হবে আগরপাড়ায়।