চলছে খুঁটিপুজো

Durga Pujo 2024: মথুরাপুরে খুঁটিপুজোতেই উৎসবের চমক, দুর্গাপুজো হয় সাধরণভাবে

দক্ষিণ ২৪ পরগনা: গ্রামে আয়োজিত হয় দুর্গাপুজো। সেই পুজোতে অংশগ্রহণ করেন সকল গ্রামবাসীরা। তবে পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় লক্ষ্মীপুজোতে। ঘটনাটি মথুরাপুরের ভেটকিপুরে। এই গ্রামের বাসিন্দারা শোভাযাত্রার মাধ্যমে খুঁটিপুজোর আয়োজন করেন। ব্যাপক ধুমধামের সঙ্গে খুঁটিপুজো হয় এখানে। দুর্গাপুজোর থেকে খুঁটিপুজোয় জাঁকজমক অনেক বেশি।

আরও পড়ুন: গাছ বাঁচাতে উপড়ে ফেলা হল পেরেক

খুঁটিপুজো থেকেই দক্ষিণ ২৪ পরগনার এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শুরু হয় আনন্দ অনুষ্ঠান। তবে দুর্গাপুজোর সময় অনুষ্ঠান হয় না বললেই চলে। অনুষ্ঠান হয় লক্ষ্মীপুজোতে। ১৭ বছর ধরে এইভাবে অনুষ্ঠান চলে আসছে এলাকায়। সমস্ত রীতি পরম্পরা মেনে এবছরও খুঁটি পুজোর আয়োজন করা হয়েছিল ভেটকিপুরে। এই নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুমন পুরকাইত জানিয়েছেন, প্রতিবছর থিম পুজোর আয়োজন করা হয় গ্রামে। এ বছর দিল্লির লোটাস টেম্পেলের আদলে থিম তৈরি করা হবে।

ইতিমধ্যেই ভেটকিপুর অবতৈনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাড়ম্বরে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। এই খুঁটি পুজোতে সকল গ্রামবাসীরা অংশগ্রহণ করেছিলেন। ঢাক ঢোল সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছিল সেখানে‌। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এবছরের মত এই গ্রামে পুজোর অনুষ্ঠানের সূচনা হয়েছে। যার ফলে খুশি স্থানীয়রা।

নবাব মল্লিক