পদ্মফুল

Durga Puja 2024: পুজো আর একমাস… পদ্মের চাহিদা মেটাতে পুরোদমে চলছে চাষ, বাঁকুড়ায় রমরমা

বাঁকুড়ায় জোরদমে হচ্ছে পদ্ম চাষ। পদ্ম ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সামনেই দুর্গাপুজো, তার আগে চলছে এই ফুলের চাষ।
বাঁকুড়াতে হচ্ছে পদ্ম চাষ। পদ্ম ফুলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সামনেই দুর্গাপুজো, তার আগে চলছে এই ফুলের চাষ।
জলাশয় গুলিতে মূলত পদ্মফুল দেখা যায়। তবে কেউ কেউ চাষ করছেন বাড়ির ছাদে। গামলার মধ্যে মাটি তৈরি করে করা হচ্ছে পদ্ম চাষ।
জলাশয় গুলিতে মূলত পদ্মফুল দেখা যায়। তবে কেউ কেউ চাষ করছেন বাড়ির ছাদে। গামলার মধ্যে মাটি তৈরি করে করা হচ্ছে পদ্ম চাষ।
বড় সাইজের সুদৃশ্য পদ্ম বিক্রি হয় বিভিন্ন দামে। মনসপুজো থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত থাকবে পদ্মের ক্রেজ
বড় সাইজের সুদৃশ্য পদ্ম বিক্রি হয় বিভিন্ন দামে। মা মনসপুজো থেকে শুরু করে দুর্গাপুজো পর্যন্ত থাকবে পদ্মের ক্রেজ।
তিন বছরের পুরনো মাটি নিয়ে, সেই মাটিতে খোল, ভার্মিকম্পোস্ট মিশিয়ে একটা মাটি প্রস্তুত করে করা হয়েছে পদ্ম চাষ।
তিন বছরের পুরনো মাটি নিয়ে, সেই মাটিতে খোল, ভার্মিকম্পোস্ট মিশিয়ে একটা মাটি প্রস্তুত করে করা হয়েছে পদ্ম চাষ।
লেয়ার পদ্ধতিতেও করা হচ্ছে এই ফুলের চাষ। তিন ইঞ্চি ভার্মি কম্পোস্টের উপর ছয় ইঞ্চি মাটি এবং খাবার হিসেবে
লেয়ার পদ্ধতিতেও করা হচ্ছে এই ফুলের চাষ। তিন ইঞ্চি ভার্মি কম্পোস্ট এর উপর ছয় ইঞ্চি মাটি এবং খাবার হিসেবে “সি উইড”।
পদ্ম চাষ করে ব্যবসার সঙ্গে তৈরি হচ্ছে একটি বাস্তু তন্ত্র। বসবাস করতে পারছে অন্য প্রাণীরাও।
পদ্ম চাষ করে ব্যবসার সঙ্গে তৈরি হচ্ছে একটি বাস্তুতন্ত্র। বসবাস করতে পারছে অন্যান্য প্রাণীরাও