প্রতীকী ছবি

Teacher-Student: কলম কিনে ক্লাসে আসা ছাত্রী, তার সঙ্গে যা করলেন প্রধান শিক্ষক! তাজ্জব বনে যাবেন! শুনেই স্কুলে হাজির গোটা গ্রাম

পশ্চিম মেদিনীপুরঃ কলম কিনে ক্লাসে আসার সময় স্কুলের মধ্যে প্রধান শিক্ষকের থাপ্পড় স্কুল ছাত্রীকে, জ্ঞান হারালো ছাত্রী, চাপা উত্তেজনা স্কুল চত্বরে। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নং ব্লকের ধরমপুর এলাকায়।

আরও পড়ুনঃ অবিশ্বাস‍্য! আরজি কর কাণ্ডে শুনানির আগেই যা ঘটল! সব শুনলে আঁতকে উঠবেন

জানা যায়, ধরমপুর এলাকার রঘুনাথপুর সরোজ মোহন স্মৃতি বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী স্কুলের ক্লাসের পর স্কুল চত্বরে থাকা দোকান থেকে কলম কিনতে গিয়েছিল। কলম কিনে ক্লাস রুমে প্রবেশের সময় নজরে আসে প্রধান শিক্ষকের। ওই ছাত্রীকে জিজ্ঞাসা করা হলে শিক্ষকের প্রশ্নে ওই ছাত্রী বলেন দোকানে গিয়েছিলাম কলম কিনতে। এর পরেই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবম শ্রেণীর ওই ছাত্রীকে সজোরে থাপ্পড় দেয়, ঘটনা স্থলেই জ্ঞান হারায় ওই ছাত্রী। বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে স্কুলের সেই পড়ুয়া। পরে খবর দেওয়া হয় চিকিৎসককে।

আরও পড়ুনঃ ‘গ্লোবাল প্রোটেস্ট’-এ বাঙালিদের সঙ্গে সরব আমেরিকানরাও! গানে, স্লোগানে মুখরিত মিছিল

স্কুলে আসে এই ছাত্রীর অভিভাবক থেকে শুরু করে অঞ্চল প্রধান। স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই রকম অভিযোগ এর আগেও শোনা গিয়েছিল। যদিও এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্র বলেন “গালে আসতে করে টাচ করেছি, অনেক পরে জ্ঞান হারায় ছাত্রী”

সুকান্ত চক্রবর্তী,দাসপুর, পশ্চিম মেদিনীপুর।