পাইথন নিয়ে বনকর্মীরা 

Alipurduar News: চা বাগানের ভিতর থেকে আসছে ফোঁস-ফোঁস শব্দ! সামনে যেতেই যা মিলল…, ভয়ে আঁতকে উঠলেন সকলে

আলিপুরদুয়ার: গরমের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ডুয়ার্স জুড়ে। গরম থেকে বাঁচতে চা বাগানে আশ্রয় নিয়েছিল সে। কিন্তু দেখে ফেলল শ্রমিকরা। অবশেষে বন দফতরের কর্মীরা উদ্ধার করল বিশালকারের পাইথনটি।

ভাটপাড়া চা বাগান থেকে বিশালকার পাইথনটি দেখতে ছুটে আসে এলাকার বাসিন্দারা। প্রায় তেরো ফুট লম্বা পাইথন উদ্ধার করল বনদফতরের পানা রেঞ্জ। এদিন আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগান থেকে ১৩ ফুট লম্বা পাইথন উদ্ধার করে বনদফতরের পানা রেঞ্জের বনকর্মীরা।

আরও পড়ুন-     বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এদিন চা বাগানের ২৮ নং সেকশনে কাজ করার সময় শ্রমিকরা একটি পাইথন দেখতে পান। চা গাছ জড়িয়ে ছিল পাইথনটি। এই দেখে কাজ বন্ধ হয়ে যায় ওই এলাকায়। শ্রমিকরা বনদফতরে খবর দিলে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে জঙ্গলে।

Annanya Dey