নবীন সংঘের পূজা মন্ডপ

Durga Puja 2024: ৬ মাস ধরে প্রস্তুতি! ইট-বালি-সিমেন্ট দিয়ে তৈরি মণ্ডপ! পুজোর থিম জানলে অবাক হবেন

হুগলি: পাতালে নেমে দুর্গা দর্শন? কেওটা নবীন সংঘের পুজোর থিম এবার প্রাচীন সভ্যতার ইতিকথা। ঠিক যেমন সিন্ধু সভ্যতা  মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, তেমনই এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে এবার হুগলির কেওটা নবীন সংঘের পুজোয়। তাদের থিম সেরকমই। মণ্ডপে প্রবেশ করে সমতল থেকে বেশ কিছুটা মাটির তলায় নামতে হবে প্রতিমা দর্শনে। বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া কোনও মন্দিরের ভগ্নাবশেষ গড়ে তোলা হচ্ছে।

মন্দিরের দেওয়ালে নানা পৌরাণিক দেবদেবী মূর্তি ফুটে উঠনে। ১৮ হাতের দুর্গা। সবটাই হাতে তৈরি। কোনও ছাঁচের ব্যবহার হয়নি। গোটা মণ্ডপটাই কংক্রিটের। গেট পেরিয়ে মণ্ডপ প্রবেশ করলেই দেখা যাবে শিবের বিশাল মূর্তি। তার দু’দিকে পাঁচিলের গা ঘেঁষে মন্দিরের চলে গেছে পথ। মাঝে জলাশয়।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, ইট-বালি-সিমেন্ট যা লেগেছে, তা দিয়ে একটি দোতলা বাড়ি হয়ে যাবে। ছয় মাস ধরে মণ্ডপের কাজ চলছে। মহালয়ার মধ্যে শেষ হবে কাজ। নবীন সংঘের পুজোর হয় কেওটা জিটি রোডের পাশে। প্রতি বছর নানা থিমের মণ্ডপ দেখতে দীর্ঘ লাইন পড়ে।

পুজোর ৫২ তম বছরে উদ্যোক্তারা আশাবাদী তাঁদের এই থিম শুধু জেলা নয়, রাজ্যের মধ্যেও জায়গা করে নেবে। থিম ভাবনায় নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজিব রায়ের। ১৫ জন শিল্পী দিন রাত কাজ করছেন প্রাচীন সভ্যতা ফুটিয়ে তুলতে। এখন অপেক্ষা পঞ্চমীতে উদ্বোধনের।

রাহী হালদার