দক্ষিণবঙ্গ, হাওড়া Durga Puja 2024: সুতোর সাজে প্রতিমা! উদ্বোধনের আগেই মানুষের ঢল এই পুজো মণ্ডপে Gallery October 8, 2024 Bangla Digital Desk এবার জেলায় দারুন আকর্ষণে সুতোর সাজে প্রতিমা! উদ্বোধনের আগেই প্রতিমা দেখতে মানুষের ঢল মণ্ডপে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। মণ্ডপের পাশাপাশি থিমের প্রতিমাতেও আকর্ষণ বেড়েছে মানুষের। কলকাতার সঙ্গে তাল মিলিয়ে দুর্গাপুজো মানে থিমের উৎসব জেলায়। প্রতিবছর দর্শকদের আকর্ষণ করতে মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জাতে পুজো উদ্যোক্তাদের থাকে নতুন চমক। শুরু থেকে এখানে সাবেকি প্রতিমা হয়ে আসছে। পরপর তিন বছর প্রতিমা’তে আকর্ষণ। প্রথমবার দানা শস্যের প্রতিমা। গত বছর মতি ও রত্নের প্রতিমা এবার সুতোর সাজে বিশাল প্রতিমা গড়ে তাক লাগিয়েছে কান্দুয়া মহাকালী যুবক সংঘ। মণ্ডপে থিম সাজের পাশাপাশি বিগত কয়েক বছর প্রতিমায় আকর্ষণ থাকে এখানে। এবার ইডেন গাডেন্সের আদলে মণ্ডপ। সেই মণ্ডপে বিরাজ করছেন সুতোর সাজে দেবী দুর্গা। প্রথম বছরের বীজের প্রতিমা। এ প্রসঙ্গে কান্দুয়া মহাকালী যুবক সংঘের সম্পাদক কৌশিক নস্কর জানান, প্রায় তিন দশকের এই পুজো গত তিন বছর টিমের প্রতিভা দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার সুতোর সাজের প্রতিমা আরও বেশি আকর্ষণ রয়েছে মানুষের।