মহাতপা দেবীর দুর্গা থিমে সেজে উঠেছে হাওড়ার এই পুজো মণ্ডপ 

Durga Puja 2024: হাওড়ায় এবারের বিশেষ আকর্ষণ! বেত-বাঁশ মাটিতে সেজে উঠেছে ‘ মহাতপা দেবী দুর্গা’-র মণ্ডপ!

হাওড়া: ‘ মহাতপা দেবী দুর্গা ‘, সেকাল পিছিয়ে পড়া মানুষের মনে সুমতি ফেরাতে দেবীর এই রূপ। সেই ভাবনাতেই মণ্ডপ থেকে প্রতিমা। এই মণ্ডপ এবার হাওড়া জেলার গ্রামীণের মানুষের অন্যতম আকর্ষণ হতে চলেছে। দুর্গাপুজোয় থিমের হিড়িক জেলায়, কলকাতার সঙ্গে তাল মিলিয়ে আকর্ষণীয় মণ্ডপ।

জেলার গ্রাম থেকে শহর পুজো মণ্ডপে দর্শকদের আকর্ষণ বাড়াতে ভিন্ন ভাবনায় মণ্ডপ সাজে পুজো উদ্যোক্তারা। মণ্ডপে কোথাও পরিবেশ বাঁচানোর বার্তা,কোথাও এই বাংলার হারিয়ে যেতে বসা শিল্প আবার কোথাও বর্তমান জ্বলন্ত সমস্যাকে তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপের থিমের মধ্যে। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো এই উৎসবে মানুষের সর্বাধিক আগ্রহ থাকে। সেই দিক গুরুত্ব রেখে থিম নতুনত্ব প্রতি বছর। এবার হাওড়ার বাউড়িয়ি যুবগোষ্ঠী ‘ র ভাবনা ‘ মহাতপা ‘ দেবী দুর্গা ।

আরও পড়ুন-          অভাগা অভিনেত্রী…! ৩ বারই জুটেছে বিবাহিত পুরুষ সঙ্গী, শয্যাদৃশ্যে ঝড় তুললেও কোনও তারকাই শেষে থাকেননি, প্রেম ভাঙতেই বড় পদক্ষেপ, চিনতে পারলেন?

জেলার মানুষের অন্যতম আকর্ষণ এই পুজো মণ্ডপ। গত বছর ইসকন মন্দিরের থিম দারুণভাবে মন জয় করেছিল দর্শকদের। প্রতিবছর আকর্ষণীয় ভাবনায় মণ্ডপ সেজে ওঠে দর্শনার্থীদের মন আকর্ষণ করতে। সেই মত এবারের মণ্ডপ সজ্জাতেও আরও বেশি আকর্ষিত হবে মানুষ, এমনটাই মনে করছেন উদ্যোক্তারা। গত প্রায় তিন মাস আগে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়। শুরু থেকেই মানুষের আকর্ষণ দারুণভাবে লক্ষ্য করা যায়। তৃতীয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। তৃতীয়া থেকেই এই মন্ডপে দর্শনার্থীদের ভিড়।

আরও পড়ুন-    শয্যাদৃশ্যে ঝড়, একাধিক পুরুষের সঙ্গে…! ১৩৬ কোটির মালকিন এই সাহসী নায়িকা, তবুও কেন ভাড়া বাড়িতে থাকেন, চিনতে পারলেন?

এ প্রসঙ্গে বাউরিয়া যুবগোষ্ঠী দুর্গোৎসব কমিটির সম্পাদক ডা. সুমন সাপুই জানান, এবারের থিম ‘মহাতাপা দেবী দুর্গা’ । সে সময় পিছিয়ে পড়া মানুষের মানসিক উত্তরণ ঘটাতে দেবী দুর্গা এই রূপ ধারণ করেছিলেন। এবারের মন্ডপসজ্জা বেত-বাঁশ,মাটির শিল্প সামগ্রী দিয়ে সেজে উঠেছে।

রাকেশ মাইতি