পার্লারের মতন নখের যত্ন এবার বাড়িতে বসেই 

Durga Puja 2024: Nail Care: ভাঙবে না এককণাও! সামান্য যত্নেই পুজোর আগে পাবেন চাঁপার কলির মতো আঙুলের সুন্দর লম্বা নখ

নখ আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার। সুস্মিতা গোস্বামী
নখ আর্দ্র বা ময়শ্চারাইজড রাখা প্রয়োজন। কারণ নখ যত রুক্ষ এবং শুষ্ক হবে ততই ভঙ্গুর হবে। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার।
সুস্মিতা গোস্বামী
লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষলে সহজে নখ ভাঙবে না। সুস্মিতা গোস্বামী
লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা দ্রুত নখ বাড়াতে সাহায্য করে। এমনকি, নখের হলুদ দাগ সরিয়ে নখকে সুন্দর ও ঝকঝকে করে তুলতে এর জুড়ি মেলা ভার। প্রতিদিন এক টুকরো লেবুতে নারকেল তেল নিয়ে নখে ঘষলে সহজে নখ ভাঙবে না।
সুস্মিতা গোস্বামী
বয়স জনিত কারণ হোক বা অন্য কোন কারণ শরীরে যদি ক্যালশিয়াম, আয়রনের ঘাটতি থাকে তাহলে সেখান থেকেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই ভাল করে প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়া করতে হবে। সুস্মিতা গোস্বামী
বয়স জনিত কারণ হোক বা অন্য কোন কারণ শরীরে যদি ক্যালশিয়াম, আয়রনের ঘাটতি থাকে তাহলে সেখান থেকেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। তাই ভাল করে প্রোটিন সমৃদ্ধ খাওয়া দাওয়া করতে হবে।
সুস্মিতা গোস্বামী
কমলালেবুর রসে প্রচুর পরিমাণে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন নখের বৃদ্ধি এবং নখ মজবুত করতে সাহায্য করে। কমলালেবুর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান নখে কোনও ধরনের সংক্রমণ হতে দেয় না। নখ রাখে পরিষ্কার এবং জীবাণুমুক্ত। সুস্মিতা গোস্বামী
কমলালেবুর রসে প্রচুর পরিমাণে কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেন নখের বৃদ্ধি এবং নখ মজবুত করতে সাহায্য করে। কমলালেবুর অ্যান্টি-অক্সিড্যান্ট উপাদান নখে কোনও ধরনের সংক্রমণ হতে দেয় না। নখ রাখে পরিষ্কার এবং জীবাণুমুক্ত।
সুস্মিতা গোস্বামী
রাতে শুতে যাওয়ার আগে হাতে সামান্য পরিমাণে নারকেল তেল আঙুলে এবং নখে ভাল করে মেখে নিয়ে তারপর শুতে হবে। নিয়মিত এই নিয়ম মেনে চললেই পরিবর্তন চোখে পড়বে। সুস্মিতা গোস্বামী
রাতে শুতে যাওয়ার আগে হাতে সামান্য পরিমাণে নারকেল তেল আঙুলে এবং নখে ভাল করে মেখে নিয়ে তারপর শুতে হবে। নিয়মিত এই নিয়ম মেনে চললেই পরিবর্তন চোখে পড়বে।
সুস্মিতা গোস্বামী