পুজোর প্রসাদ

Durga Puja 2024: লুচি, সুজি, মিহিদানা,পায়েসের প্রসাদ বাঁধা দর্শনার্থীদের জন্য! এই গ্রামের পুজোর অন্যতম বৈশিষ্ট্য

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুর: ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বহু প্রাচীন এই পুজোতে ঘুরতে এলে না খেয়ে বাড়ি ফিরতে পারবেন না।ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের মাঝেই ৫০০ বছরের পুরনো উদ গ্রামের পুজো। একসময় বাংলাদেশ থেকে কামানের শব্দ এপারে এসে পৌঁছলে এই পুজোর শুরু হয়ে যেত।

শহর থেকে দূরে এক নির্জন গ্রামের ভেতরে এই পুজো হলেও এই মায়ের মহিমা এতটাই যে বহুদূর থেকে এই পুজো দেখতেই বহু মানুষ ছুটে আসে এই গ্রামে। পূজোর এ কয়টা দিন আপনি যেখানেই থাকুন না কেন এই পুজো দেখতে এলে আপনি কিন্তু খালি পেটে বাড়ি ফিরতে পারবেন না। এই উদ গ্রামে মায়ের পুজোর ভোগ নিয়ে তবেই আপনাকে বাড়ি ফিরতে হবে।

আরও পড়ুন : ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন? কমছেই না বাড়তি ওজন? এই সস্তা ঘরোয়া ফল খেলেই হবেন সুপারফিট

জানা যায় এই পুজোর ক’টা দিন যে সমস্ত ভক্তরা এই পুজো দেখতে আসেন তাদের লুচি, সুজি, মিহিদানা, পায়েস-সহ বিভিন্ন ধরনের প্রসাদ পেট ভরে খাওয়ানো হয়। পুজোর প্রতিদিন এ প্রসাদ সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের দেওয়া হয়। এই মায়ের পুজোতে কোন ধরনের অন্ন ভোগপ্রসাদ হিসেবে দেওয়া হয় না।