চলছে শোলা কাটার কাজ

Durga Puja 2024: তাঁদের হাতেই তৈরি হবে দেবীর অলঙ্কার! শোলা গ্রামে এখন শুধুই ব্যস্ততা

দক্ষিণ ২৪ পরগনা: দুর্গা পুজো উপলক্ষ্যে শোলা গ্রামগুলিতে বাড়ছে ব্যস্ততা। বর্তমানে শুরু হয়েছে শোলা কাটার কাজ। সেই কাজে অংশ নিয়েছেন অনেক শিল্পীই। দক্ষিণ২৪ পরগনার সুদিরঘাটেও এই মুহূর্তে চরম ব্যস্ততা দেখা দিয়েছে। সেখানে অধিকাংশ মানুষ এই কাজের সঙ্গে যুক্ত। বছরের অন্যান্য সময় এই কাজ হলেও পুজোর আগে প্রচন্ড পরিমাণে কাজের চাপ বাড়ে এখানে।

শোলা তৈরির জন্য অনেকগুলি প্রক্রিয়া ধাপে ধাপে পার করতে হয়। প্রথমে জমিতে অন্যান্য জলজ শস্যের মত এই গাছ চাষ করতে হয়। সেই গাছ কেটে এনে শুকোতে হয়। এরপর সেই শুকনো শোলাগাছের নরম কান্ডের অংশ থেকে ছুরি দিয়ে পাতলা করে কেটে শোলা তুলতে হয়। এরপর সেগুলিকে বাজারে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে কিনে শিল্পীরা কাজ করেন।

সমস্ত কিছু করার আগে শোলা কাটে প্রস্তুত করা খুবই জরুরি। পুজোর আগে শোলাগ্রাম গুলিতে সেই কাজ শুরু হয়েছে। এ নিয়ে এক শিল্পী অরূপ হালদার জানিয়েছেন, শোলা দিয়ে ঘর সাজানোর কাজ থেকে শুরু করে ঠাকুরের গয়না সমস্ত কিছু করা যায়। পুজোর আগে এই কাজের চাপ বাড়ে। এখন সেজন্য দিনরাত কাজ চলছে।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: বিয়ে সেরে ফেলেছেন রোনাল্ডো! পাত্রী কি জর্জিনা? বড় ইঙ্গিত দিলেন সিআরসেভেন

এই সময়ে নিয়ে অপর এক শিল্পী বিশ্বজিৎ মুখার্জী জানিয়েছেন শোলা শিল্পের সঙ্গে অনেকেই জড়িত রয়েছে। তবে শোলা প্রস্তুত করে বাজারজাত করার ক্ষেত্রে অনেকটা ধাপ পের হতে হয়। এবছর সেই কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নবাব মল্লিক