চলছে প্রতিমা তৈরির কাজ

Durga Puja 2024: গ্রামে প্রতিমা বানানো হলেও, হয়না দুর্গাপুজো ! আক্ষেপে ডুবে বাসিন্দারা

পশ্চিম মেদিনীপুর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোকে কেন্দ্র করে গোটা একটা বছরের অপেক্ষায় থাকতে হয় সকলকে। বেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। এই সময়ে ব্যস্ততা থাকে পশ্চিম মেদিনীপুরের এই গ্রামেও। তবে পুজোর দিন শুরু হলেই অন্ধকার নেমে আসে গ্রামে। পুজোর আগে ব্যস্ততা, তোড়জোড় থাকলেও পুজোর কটা দিন কাটে হতাশায়।  পুজোর কটা দিন গ্রামের বাসিন্দারা থাকেন আক্ষেপের আবহে।

কারণ এই গ্রামে আয়োজন হয় না দুর্গাপুজোর। স্বাভাবিকভাবে মন খারাপ হয়ে যায় বাসিন্দাদের। গ্রামের অধিকাংশ পরিবার প্রতিমা তৈরি এবং মৃৎশিল্পের সঙ্গে যুক্ত। পুজোর আগে তাঁরা প্রতিমা তৈরি করেন, তবে গ্রামে পুজো না হওয়ায় মন খারাপ হয়ে যায় সকলের।

আরও পড়ুন: সংসারে সবচেয়ে বড় যোদ্ধা ‘মা’, মেয়েদের এই পুজোর থিমে কীসের ইঙ্গিত? দেখুন!

বাঙালির দুর্গোৎসবের বেশ কয়েক মাস আগে থেকেই প্রতিটা ঘরে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ তৈরির জন্য তোড়জোড় শুরু করে দেন শিল্পীরা। বাড়িতে বাড়িতে খড়, মাটি, রং দিয়ে ধীরে ধীরে গড়ে ওঠে দেবী দুর্গার মৃন্ময়ী রূপ। পুজোর আগেই যা বিভিন্ন পুজো মন্ডপে বা বাড়িতে পাঠিয়ে দিতে হয় তাঁদের। শুধু তাই নয় পুজোর আয়োজনে থাকা মাটির হাড়ি, প্রদীপ কিংবা অন্যান্য মাটির যাবতীয় জিনিস তৈরি করেন এই গ্রামের মানুষ। রয়েছে মালাকার পরিবারও।

আরও পড়ুন: পুজোয় বেড়াতে যাবেন? কলকাতার কাছেই রয়েছে ভেজা শালপিয়ালের সোহাগ! রইল খুঁটিনাটি

পুজোর নানান জিনিস তৈরি হলেও, গ্রামে কোনও দুর্গাপুজো আয়োজন হয় না। পাশের গ্রামে পুজো আয়োজন করে উদ্যোক্তারা ।তবে এই গ্রামে নেই দেবী মহামায়ার পুজো।পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আকুলসাড়া গ্রামে প্রতি বছর একই চিত্র। দিন রাত এক করে দেবীর মৃন্ময়ী প্রতিমা তৈরি করলেও পুজোর আনন্দ কার্যত ভাটা পড়ে থাকে এই গ্রামে। পুজোর আগে কয়েক মাস ধরে নানা আয়োজন থাকলেও পুজোর দিনগুলো কার্যত হতাশ থাকেন শিল্পী থেকে তাদের পরিবার।

গ্রামের মানুষদের অন্যত্র গিয়ে দেখতে হয় পুজো। মেতে উঠতে হয় আনন্দে।নিজেদের গ্রামে পুজো না হওয়ায় আক্ষেপের সুর শিল্পীদের মধ্যে। ব্যক্তিগত সদিচ্ছা এবং সর্বজনীন আয়োজন ছাড়া দূর্গাপুজোর আয়োজন সম্ভব নয়, তবুও প্রতিবছর আশায় বুক বাঁধেন শিল্পীরা।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো

রঞ্জন চন্দ