কী বললেন মমতা?

Mamata Banerjee: পুজোর উদ্বোধনের মধ্যেই বন্যার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী! উৎসব মিটলেই যাবেন দিঘা

কলকাতা: পুজোর উদ্বোধন নিয়ে ব্যস্ত মুখ্যমন্ত্রী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন মমতা, সেখানেই বললেন, “পুজোর পরে দীঘা যাব। আপনাদের ওখানে জগন্নাথ মন্দির হচ্ছে, আমি যাব। আপনাদের সাথে দেখা হবে”।

সেই সঙ্গেই পাঁশকুড়ায় জল নেমেছে কি না খোঁজ নিলেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা। মনে করালেন, তিনি বন্যা দেখতে গিয়েছিলেন, সেখানে ত্রাণের খাবার, পানীয় জল পৌঁছে গেছে কি না তারও খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা৷ বন্যায় যা সাহায্য প্রয়োজন তা ওনাকে বারবার জানাতে বললেন।

আরও পড়ুন: ‘মধুচক্রে ধরা পড়েছে আপনার মেয়ে’, ফোন পেয়েই পরিবারে হুলস্থুল! মৃত্যু হল স্কুল শিক্ষকা মায়ের

পাশাপাশি ঘাটালের জল কমেছে কি না, পুজোর কি অবস্থা সেই বিষয়ও জানতে চান মুখ্যমন্ত্রী মমতা। সেচমন্ত্রী মানস ভুইয়াঁকে দেখে এই বিষয়ে বিস্তারিত জানতে চান মমতা বন্দোপাধ্যায়। ত্রাণ যেন যথাযথ ভাবে দেওয়া হয় সেই কথা মনে করালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল তিনটি কামরা, এলাকায় বিরাট চাঞ্চল্য

পুরুলিয়ার বেশ কিছু পুজোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, “পুরুলিয়ায় ভালো করে পুজো করুন। এখন পুরুলিয়ায় প্রচুর মানুষ বেড়াতে যায়। তাই সব দিক দেখে রাখবেন”। জেলার পুলিশ সুপারকে এই বিষয়ে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বীরভূমের পুজো উদ্বোধনে খোঁজ নিলেন কাজল শেখের। খোঁজ নিলেন চন্দ্রনাথ সিনহা, আশিষ বন্দোপাধ্যায়, অভিজিৎ সিনহারও। আশিস বন্দোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলেন, দুর্গাপুজোর সময় সব সতীপীঠে পুজো দিতে।

মুর্শিদাবাদ এলাকায় বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন, “ফারাক্কা, সুতি, কান্দির নীচু এলাকায় বেশি করে নজর রাখুন। জেলাশাসক ও জেলা পুলিশ সুপার ত্রাণে কোনও কার্পণ্য করবেন না। মুর্শিদাবাদের এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে। সেই ত্রাণ সবাইকে দেওয়া হোক”৷ জেলাশাসক জানান গঙ্গার ভাঙ্গন বাড়ছে। মালদার রতুয়া, হরিশচন্দ্রপুর, গাজোলে বেশি করে ত্রাণে নজরদারি করার নির্দেশ দেন তিনি। বানভাসি এলাকার মানুষদের নিয়ে মালদার পুজোয় বেশি নজর দেওয়ার আদেশ দেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গে কালিম্পংয়ে ধস নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সেনার সঙ্গে কথা হয়েছে৷ মুখ্য সচিব কথা বলেছেন। রবিবার অবধি বৃষ্টির সম্ভাবনা আছে। তাই কালিম্পংয়ের সব এলাকা দেখে রাখতে হবে। পাহাড়ে বোনাস সমস্যা তো মিটে গেছে? রাজ্যের তরফে অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। পাহাড়ের চা বাগান দেখে রাখবেন”।