হুগলি: কানাইপুর ওয়ারলেস মাঠ সুকান্ত পল্লী সর্বজনীন দুর্গাপুজো খুবই জনপ্রিয় এলাকার মানুষের কাছে। অন্যান্য বছরের মতন এই বছরও তারা মানুষের কাছে এমন এক মন্ডপ উপস্থাপন করেছেন যা দর্শনার্থীদের এক বিশেষ বার্তা প্রদান করছে। পুজোর সময় প্যান্ডেলে প্রবেশ করলে সকলেই হাতে নিজের স্মার্টফোন নিয়ে নেন গোটা ঘটনার ছবি তা মোবাইলে বন্দী করবেন বলে। তবে মোবাইল আসার পরে যেভাবে মানুষের জীবন মুঠোফোনের বন্দী হয়ে পড়েছে সেই বিষয়টি ফুটিয়ে তুলেছেন এই বছর পুজোর উদ্যোক্তারা।
আরও পড়ুন: চাঁদা নয়, সরকারি প্রকল্পের টাকা জমিয়েই পুজো করলেন এলাকার মহিলারা!
মোবাইল ফোনের ব্যাক কভার, বিভিন্ন হেডফোন ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপের মধ্যে প্রবেশ করলেই বোঝা যাবে কিভাবে মানুষ নিজেদের শৈশব বাস্তব জীবন ছেড়ে এক ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে নিজেকে আবদ্ধ করেছে। যেখানে যে নান্দনিক আনন্দ তা ভুলে মানুষ আবদ্ধ হয়ে পড়েছে মোবাইল ও ইন্টারনেটের মধ্যে। মন্ডপের মধ্যে খাঁচা তৈরি করে তার মধ্যে মোবাইল হাতে অনেক মানুষকে বসিয়ে রাখা হয়েছে যা বলছে মানুষ যেভাবে মোবাইলের মধ্যে আবদ্ধ হয়েছে তার প্রতীকী স্বরূপ।
আরও পড়ুন: পুজোর থিমে অনন্য মন্ডপ বর্ধমানে
সুকান্ত পল্লীর দুর্গা পুজো ঘিরে সারা বছরই উন্মাদনা থাকে তুঙ্গে। এলাকার মানুষজন পুজোর চারটে দিন মন্ডপে মধ্যে গল্প গুজব আনন্দ করে পূজা অতিবাহিত করেন। প্রতিবছরের মতন এ বছরও তারা পুজোর থিম ভাবনাকে এগিয়ে নিয়ে এসেছেন। তারা আশাবাদী বহু দর্শনার্থী প্রতিবছরের মতন এ বছরও তাদের মন্ডপে তাদের দেবী প্রতিমা দর্শন করতে আসছেন।
রাহী হালদার