থিম উপাসনায় সেজেছে মন্ডপ

Durga Puja 2024: পুজোর থিম ‘উপাসনা’! মন্ডপ জুড়ে রয়েছে ইশ্বর সাধনার বিভিন্ন উপায়

ডায়মন্ড হারবার: এবছর ডায়মন্ড হারবার রেলগেটের কাছে পুজোর থিম ‘উপাসনা’। বিভিন্নভাবে যে পুজো করা হয়ে থাকে সেগুলি তুলে ধরা হয়েছে এই পুজো মন্ডপে। এবছর এই পুজো ২৮ তম বর্ষে পদার্পণ করেছে‌। ডায়মন্ড হারবারের নেতাজি সংঘ পরিচালিত রায়নগর-কালীনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোতে প্রায় প্রতিবছর পৌরাণিক ও ধর্মীয় বিষয় তুলে ধরা হয়। যা মানুষকে কাছে টানে‌।

আরও পড়ুনঃ এক ‘সবজিতেই’ ঘায়েল ডায়াবেটিস! নিমেষে পাবেন ৭ ঘোড়ার শক্তি, আর যা-যা হবে…কল্পনাও করতে পারবেন না

এবছরও তার কোনও ব্যতিক্রম হয়নি। ডায়মন্ড হারবার স্টেশন থেকে নেমে হাঁটা পথে এক দু-মিনিট গেলেই দেখা মিলবে এই পুজোর। স্টেশন থেকেও দেখা যায় এই মন্ডপটি‌। একেবারে স্টেশন সংলগ্ন হওয়ায় ভিড় আছড়ে পড়ে এখানে।

এই পুজো নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রীতম প্রামাণিক জানিয়েছেন, পুজোর যে পদ্ধতি ও ধরণ রয়েছে তার একটা ধারণা থিমের মধ্যে দিয়ে মানুষের কাছে তুলে ধরতে এই প্রয়াস নেওয়া হয়েছে। পুজো মন্ডপের গায়ে একাধিক ছোট ছোট খোপ তৈরি করা হয়েছে। সেখানে পুজোর প্রকারভেদ দেখানো হয়েছে।

এক কথায় এই পুজো মন্ডপে আসলেই পুজো কীভাবে হচ্ছে তা দেখতে পাবেন। এই পুজো সাধারণ মানুষজনের মধ্যেও ভাল সাড়া ফেলেছে।‌ যা উদ্যোক্তাদের খুবই খুশি করেছে।

নবাব মল্লিক