Tag Archives: durga puja 2024 dates

Durga Puja 2024 Kalyani ITI Luminous Club: থিমের জাদুতে হার মানবে কলকাতা? দুর্গাপুজোয় বিরাট চমক কল‍্যানীর আইটিআই ক্লাবের

তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
তিলোত্তমা কলকাতার থেকে মফস্বল গুলিও দুর্গাপুজোর প্যান্ডেলে কোনও অংশেই পিছিয়ে নেই তা তিন বছর ধরে প্রমাণ করে যাচ্ছে নদিয়ার কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
বেশ কয়েক বছর ধরে তারা মালয়েশিয়ার টুইন টাওয়ার, চীনের গ্রান্ড লিজবোয়া টাওয়ারের আদলে সুউচ্চ আলোকসজ্জা বিশিষ্ট দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করে সারা ফেলে দিয়েছিলেন গোটা রাজ্য তথা দেশের মধ্যে।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
পরপর বেশ কয়েক বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের চমকে দেওয়া এই থিমের প্যান্ডেল দেখতে জনসমুদ্র নেমেছিল দুর্গাপুজোর পাঁচটি দিন। এবছরও এই তাদের থিম ঠিক কী হতে চলেছে? সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর আগ্রহ ছিল।
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
৩২ তম দুর্গাপুজো উপলক্ষে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে থিম ঘোষণা এবং তার খুঁটি পুজো করে শুরু হয়ে গিয়েছে মন্ডপ শয্যার কাজ!
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
পুজো কর্মকর্তাদের থেকে জানা যায়, এবার ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের আদলে দুর্গোপুজোর মণ্ডপ সাজানো হবে। পুরো মণ্ডপটিই ঝিনুক দিয়ে তৈরি হবে, যার উচ্চতা হতে চলেছে ১৫০ থেকে ১৫৫ ফুট এবং তা ১৩৫ ফুটের মতো প্রশস্ত হবে।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
একটি নামকরা গয়নার দোকানের গয়না দিয়ে এবারেও প্রতিমাকে সাজিয়ে তোলা হবে সোনা দিয়ে। কল্যাণীর চর্চিত পুজোগুলির মধ্যে অন্যতম কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব দুর্গোৎসব কমিটির পুজো।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।
এবারেও থিমের ক্ষেত্রে চমক রাখাটাই প্রাধান্য ছিল, জানানো হয় উদ্যোক্তাদের তরফে। তাই অনেক ভেবে চিন্তে তাঁরা ওয়াট অরুণ মন্দিরের থিমটিকে বেছে নিয়েছেন বলে জানা গিয়েছে।

Durga Puja 2024: রথযাত্রার দিনই কেন প্রথম মাটি পড়ে দুর্গামূর্তিতে? কেন এই দিনটিকেই বাছা হয়? জানুন মাহাত্ম্য

*আর কয়েকদিন পরেই রথযাত্রা। কার্যত এই দিন থেকেই আমোদ প্রিয় বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়। রথযাত্রার দিনটি আরও অন্য একটি কারণে বিশেষ বাঙালির কাছে। কারণ এই দিন থেকেই বাঙালির আবেগের দুর্গাপুজোর ঢাকের প্রথম কাঠি পড়ে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি। 
*আর কয়েকদিন পরেই রথযাত্রা। কার্যত এই দিন থেকেই আমোদ প্রিয় বাঙালির উৎসবের মরশুম শুরু হয়ে যায়। রথযাত্রার দিনটি আরও অন্য একটি কারণে বিশেষ বাঙালির কাছে। কারণ এই দিন থেকেই বাঙালির আবেগের দুর্গাপুজোর ঢাকের প্রথম কাঠি পড়ে। এই দিনেই দুর্গা মূর্তির কাঠামোয় দেওয়া হয় প্রথম মাটি। প্রতিবেদনঃ নয়ন ঘোষ। সংগৃহীত ছবি।
*দুর্গামূর্তি তৈরির কাজ শুরুর জন্য কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয়? কি বিশেষত্ব রয়েছে দিনটির? প্রবীণ প্রতিমা শিল্পী অনাথ পাল জানিয়েছেন, রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয়। মনে করা হয়, এই দিনে কোনও কাজ শুরু করলে, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তাই এই দিনে দুর্গা পুজোর প্রথম কাজে হাত দেওয়া হয়। এই দিনে দুর্গা মূর্তির কাঠামোতে দেওয়া হয় মাটি। সংগৃহীত ছবি। 
*দুর্গামূর্তি তৈরির কাজ শুরুর জন্য কেন এই দিনটিকেই বেছে নেওয়া হয়? কি বিশেষত্ব রয়েছে দিনটির? প্রবীণ প্রতিমা শিল্পী অনাথ পাল জানিয়েছেন, রথযাত্রার দিনটিকে বিশেষভাবে শুভ মনে করা হয়। মনে করা হয়, এই দিনে কোনও কাজ শুরু করলে, তা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। তাই এই দিনে দুর্গা পুজোর প্রথম কাজে হাত দেওয়া হয়। এই দিনে দুর্গা মূর্তির কাঠামোতে দেওয়া হয় মাটি। সংগৃহীত ছবি।
*তিনি আরও জানিয়েছেন, রথযাত্রার দিনে দুর্গা মূর্তির কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে। জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহিবাড়ির পুজোগুলিতে এই নিয়ম এখনও মেনে চলা হয়। সংগৃহীত ছবি। 
*তিনি আরও জানিয়েছেন, রথযাত্রার দিনে দুর্গা মূর্তির কাঠামোতে মাটি দেওয়ার প্রথা বিশেষভাবে প্রচলিত রয়েছে প্রাচীন পুজোগুলির ক্ষেত্রে। জমিদার বাড়ির পুজো বা ঐতিহ্যবাহিবাড়ির পুজোগুলিতে এই নিয়ম এখনও মেনে চলা হয়। সংগৃহীত ছবি।
*যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তার বেশি, সেই সমস্ত পুজোগুলিতে এখনও নিয়ম করে রথযাত্রার দিনে কাঠামোতে মাটি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি। সংগৃহীত ছবি। 
*যে সমস্ত পুজোগুলির বয়স কয়েকশো বছর বা তার বেশি, সেই সমস্ত পুজোগুলিতে এখনও নিয়ম করে রথযাত্রার দিনে কাঠামোতে মাটি দেওয়া হয়। তারপর ধীরে ধীরে তৈরি হয় মূর্তি। সংগৃহীত ছবি।
*প্রবীণ প্রতিমা শিল্পী জানিয়েছেন, দুর্গামূর্তির কাঠামোয় প্রথম মাটি দেওয়ার পাশাপাশি, এখন অনেকে এই দিন মণ্ডপের খুঁটিপুজো করেন। এ দিন থেকে বাঙালির পুজোর প্রস্তুতি অনেক জায়গায় শুরু হয়ে যায়। আর যে কারণে কুমোরটুলিগুলিতেও এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ দুর্গাপুজোর জন্য একাধিক অর্ডার থাকে। তাই সেই কাজ কিছুটা এগিয়ে রাখতে, অনেক আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করেন। সংগৃহীত ছবি।
*প্রবীণ প্রতিমা শিল্পী জানিয়েছেন, দুর্গামূর্তির কাঠামোয় প্রথম মাটি দেওয়ার পাশাপাশি, এখন অনেকে এই দিন মণ্ডপের খুঁটিপুজো করেন। এ দিন থেকে বাঙালির পুজোর প্রস্তুতি অনেক জায়গায় শুরু হয়ে যায়। আর যে কারণে কুমোরটুলিগুলিতেও এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কারণ দুর্গাপুজোর জন্য একাধিক অর্ডার থাকে। তাই সেই কাজ কিছুটা এগিয়ে রাখতে, অনেক আগে থেকেই তারা প্রস্তুতি শুরু করেন। সংগৃহীত ছবি।