কলকাতা: জেলায় জেলায় কার্নিভাল শেষ, এবার পুজোর কার্নিভাল তিলোত্তমায়। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। তার আগে সেজে উঠছে রেড রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসবেন সেই মূল মঞ্চ, আলোর রোশনাই, অন্যান্য প্যাভিলিয়ন তৈরির কাজে চলছে শেষ তুলির টান। থাকছে বিদেশি দর্শকদের বসার বিশেষ ব্যবস্থা। বড় বড় LED এর মাধ্যমে দর্শকদের পুজোর কার্নিভাল দেখার সুযোগও থাকছে।
কার্নিভালকে ঘিরে প্রতিবারই আগ্রহ তুঙ্গে থাকে, এবারও তাই। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকার এই পুজোর কার্নিভালের আয়োজন করে আসছে রাজ্য সরকার।
কলকাতার একাধিক পুজো কমিটি মঙ্গলবার এই কার্নিভালে অংশ নেবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিসর্জনের শোভাযাত্রা সহযোগে কার্নিভালের মাধ্যমে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন পর্ব হবে একে একে।
প্রসঙ্গত, গত জুলাই মাসেই কার্নিভালের দিন ঘোষণা করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন,পুজোর পর কলকাতায় কার্নিভাল হবে ১৫ অক্টোবর। আর পুজো কমিটিগুলিকে ১৩, ১৪, ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জন দিতে হবে।