বাঁকুড়ার প্রথম সংবাদপত্রের ইতিহাস আজও অধরা! কে ছিলেন সম্পাদক? জেনে নিন

Bankura News: বাঁকুড়ার প্রথম সংবাদপত্রের ইতিহাস আজও অধরা! কে ছিলেন সম্পাদক? জেনে নিন

জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা
জেলার সর্বপ্রথম এবং প্রাচীনতম পত্রিকা  হল”বাঁকুড়া দর্পণ”। এই প্রতিবেদনে আলোচনা করা হল এই প্রাচীন পত্রের ইতিহাস সম্পর্কে।
সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়। ১৮৯২ সালে নিজস্ব প্রেস থেকে ছেপে বের হয় এই পত্রিকার প্রথম পর্ব।
সম্পাদক ছিলেন রায় বাহাদুর ডক্টর রামনাথ মুখোপাধ্যায়। ১৮৯২ সালে নিজস্ব প্রেস থেকে ছেপে বের হয় এই পত্রিকার প্রথম পর্ব।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রামরবি মুখোপাধ্যায়। শোনা যায় বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া মেডিকেল কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন রামরবি মুখোপাধ্যায়। শোনা যায় বাঁকুড়া স্টেশন, বাঁকুড়া মেডিকেল কলেজ-সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
রায় বাহাদুর ডক্টর রামরবি মুখোপাধ্যায়ের নাতনি অ্যাডভোকেট সোমা মুখোপাধ্যায় দেখালেন দুর্লভ সব পত্র, এবং মেডেল।
রায় বাহাদুর ডক্টর রামরবি মুখোপাধ্যায়ের নাতনি অ্যাডভোকেট সোমা মুখোপাধ্যায় দেখালেন দুর্লভ সব পত্র এবং মেডেল।
সোমা মুখোপাধ্যায় জানান,
সোমা মুখোপাধ্যায় জানান “১৯২০ সালে শারীরিক অসুস্থতার কারণে রামনাথ মুখোপাধ্যায়ের রায় বাহাদুর খেতাব হস্তান্তর করেন ডক্টর রামরবি মুখোপাধ্যায়কে। সেই থেকে এই পত্রিকা সম্পাদনার ভার নেন তিনি।”
বাঁকুড়া শহরের মুখোপাধ্যায়দের বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের কক্ষ আজ ভগ্নপ্রায়। মুখোপাধ্যায় বাড়ি এখন প্রায় ফাঁকাই বলা চলে।
বাঁকুড়া শহরের মুখোপাধ্যায়দের বিখ্যাত জগদ্ধাত্রী মায়ের কক্ষ আজ ভগ্নপ্রায়। মুখোপাধ্যায় বাড়ি এখন প্রায় ফাঁকাই বলা চলে।