দুর্গাপুজোর নির্ঘন্ট

Durga Puja Nirghanta: দেবীপুজো নিয়ে বড় আপডেট, দুর্গাপুজোর কোন তিথি, কবে, কখন, দেখে নিন পুজোর নির্ঘণ্ট

 বাঙালিরা মেতে ওঠেন শরৎকালীন দুর্গাপুজোতে।এবার সেই দুর্গাপুজোর তিথি পড়েছে চার দিনের জায়গায় তিন দিন।এই নিয়ে বাঙালির মনে একটু অসন্তোষ রয়ে গিয়েছে।
বাঙালিরা মেতে ওঠেন শরৎকালীন দুর্গাপুজোতে।এবার সেই দুর্গাপুজোর তিথি পড়েছে চার দিনের জায়গায় তিন দিন।এই নিয়ে বাঙালির মনে একটু অসন্তোষ রয়ে গিয়েছে।
পঞ্জিকা বলছে, ১৪৩১ বঙ্গাব্দে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে ২৩আশ্বিন অর্থাৎ ইংরেজি ১০অক্টোবর। ২৩ আশ্বিন পড়েছে সপ্তমী, এদিন খুব সকালেই সপ্তমী তিথি শেষ হয়ে অষ্টমী পড়ে যাচ্ছে। হিন্দু ধর্ম মত অনুযায়ী তিথি শেষ ধরে পুজো করার রীতি রয়েছে।
পঞ্জিকা বলছে, ১৪৩১ বঙ্গাব্দে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে ২৩আশ্বিন অর্থাৎ ইংরেজি ১০অক্টোবর। ২৩ আশ্বিন পড়েছে সপ্তমী, এদিন খুব সকালেই সপ্তমী তিথি শেষ হয়ে অষ্টমী পড়ে যাচ্ছে। হিন্দু ধর্ম মত অনুযায়ী তিথি শেষ ধরে পুজো করার রীতি রয়েছে।
সেই হিসেবে পরের দিন অর্থাৎ ২৪ আশ্বিন বা ১১ অক্টোবর ধরা হচ্ছে অষ্টমী, সেদিন সকাল ৬ টার মধ্যেই অষ্টমী পুজো শেষ হচ্ছে। সকাল ৬:২৪ মিনিট থেকে শুরু হচ্ছে সন্ধি পুজোর ক্ষণ। সেটি শেষ হচ্ছে সকাল ৭:১২ মিনিটে।
সেই হিসেবে পরের দিন অর্থাৎ ২৪ আশ্বিন বা ১১ অক্টোবর ধরা হচ্ছে অষ্টমী, সেদিন সকাল ৬ টার মধ্যেই অষ্টমী পুজো শেষ হচ্ছে। সকাল ৬:২৪ মিনিট থেকে শুরু হচ্ছে সন্ধি পুজোর ক্ষণ। সেটি শেষ হচ্ছে সকাল ৭:১২ মিনিটে।
আবার পরদিন ২৫ আশ্বিন বা ১২ অক্টোবর নবমী ও দশমী তিথি পড়েছে একই সঙ্গে।দুই পুজো সম্পন্ন হবে একদিনেই। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শারদীয়া চার দিনের পুজো,তাই সেটি চার দিনেই হবে।
আবার পরদিন ২৫ আশ্বিন বা ১২ অক্টোবর নবমী ও দশমী তিথি পড়েছে একই সঙ্গে।দুই পুজো সম্পন্ন হবে একদিনেই। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শারদীয়া চার দিনের পুজো,তাই সেটি চার দিনেই হবে।
অষ্টমীর সন্ধি পুজো করা হবে সকাল ৬:২৪ মিনিটে জায়গায় বেলা ১১:৪৩ মিনিটে।এই সন্ধিপুজো শেষ হবে বেলা ১২:৩১ মিনিটে এবং এর সঙ্গে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী মহা নবমী ২৫আশ্বিন এবং দশমীর পরের দিন অর্থাৎ ২৬আশ্বিন ইংরেজি ১৩অক্টোবর।
অষ্টমীর সন্ধি পুজো করা হবে সকাল ৬:২৪ মিনিটে জায়গায় বেলা ১১:৪৩ মিনিটে।এই সন্ধিপুজো শেষ হবে বেলা ১২:৩১ মিনিটে এবং এর সঙ্গে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী মহা নবমী ২৫আশ্বিন এবং দশমীর পরের দিন অর্থাৎ ২৬আশ্বিন ইংরেজি ১৩অক্টোবর।
আবার অন্যদিকে,এই বছরে পঞ্জিকা মতে ১৪৩১ বঙ্গাব্দে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব বড় উৎসব দুর্গোৎসব পড়েছে বছরে তিনবার। তবে এমনিতেই বছরে দু’বার দুর্গোৎসব হয়ে থাকে। একবার হয় শরৎকালে, যা শ্রী রামচন্দ্র অকালবোধন পুজো নামে পরিচিত বা শারদীয়া বলেও বহুল পরিচিত। অপর দুর্গা পুজোটি হল বসন্ত কালে যা প্রকৃত দুর্গাপুজোর সময় বলে মনে হয়।
আবার অন্যদিকে,এই বছরে পঞ্জিকা মতে ১৪৩১ বঙ্গাব্দে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব বড় উৎসব দুর্গোৎসব পড়েছে বছরে তিনবার। তবে এমনিতেই বছরে দু’বার দুর্গোৎসব হয়ে থাকে। একবার হয় শরৎকালে, যা শ্রী রামচন্দ্র অকালবোধন পুজো নামে পরিচিত বা শারদীয়া বলেও বহুল পরিচিত। অপর দুর্গা পুজোটি হল বসন্ত কালে যা প্রকৃত দুর্গাপুজোর সময় বলে মনে হয়।
এ বছরে এই বাসন্তী পুজোর তিথি বছরে দু’বার পড়েছে অর্থাৎ এক বছরে দেবী দুর্গার আরাধনা হবে তিনবার। পয়লা বৈশাখ থেকে হয়েছিল এবারের বাসন্তী পুজো। চলতি বছরে বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হবে অন্নপূর্ণার পুজো। বুধবার নবমী এবং বৃহস্পতিবার দশমী এবং চৈত্র নবমীর রাত্রির অবসান দেশজুড়ে এদিন পালিত হবে রামনবমী।
এ বছরে এই বাসন্তী পুজোর তিথি বছরে দু’বার পড়েছে অর্থাৎ এক বছরে দেবী দুর্গার আরাধনা হবে তিনবার। পয়লা বৈশাখ থেকে হয়েছিল এবারের বাসন্তী পুজো। চলতি বছরে বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হবে অন্নপূর্ণার পুজো। বুধবার নবমী এবং বৃহস্পতিবার দশমী এবং চৈত্র নবমীর রাত্রির অবসান দেশজুড়ে এদিন পালিত হবে রামনবমী।
১৪৩১ পড়ার পর বাসন্তী পূজোর তিথি পড়েছিল শুরুতেই যা আদতে ১৪৩০ বঙ্গাব্দে হওয়ার কথা। মল মাস পড়ে যাওয়ার কারণে বাসন্তী পুজোর তিথি পিছিয়ে যায় প্রায় একমাসে-র কাছাকাছি। সেই কারণে বাসন্তী পুজোর তিথি ১৪৩০ ছাড়িয়ে পড়েছে ১৪৩১-এ। অর্থাৎ সবমিলিয়ে ১৪৩১ -র শুরুতেই বাঙালি মেতে উঠেছে বসন্তকালের দুর্গোৎসব বা বাসন্তী পুজাতে।
১৪৩১ পড়ার পর বাসন্তী পূজোর তিথি পড়েছিল শুরুতেই যা আদতে ১৪৩০ বঙ্গাব্দে হওয়ার কথা। মল মাস পড়ে যাওয়ার কারণে বাসন্তী পুজোর তিথি পিছিয়ে যায় প্রায় একমাসে-র কাছাকাছি। সেই কারণে বাসন্তী পুজোর তিথি ১৪৩০ ছাড়িয়ে পড়েছে ১৪৩১-এ। অর্থাৎ সবমিলিয়ে ১৪৩১ -র শুরুতেই বাঙালি মেতে উঠেছে বসন্তকালের দুর্গোৎসব বা বাসন্তী পুজাতে।
এরপর আবারও নিয়ম করে শরৎকালে শারদীয়া উৎসব হবে।এই বছর শারদ উৎসব শুরু হচ্ছে ২৩আশ্বিন অর্থাৎ ইংরেজি ১০অক্টোবর। আবার বসন্তকালের দূর্গা পুজোর তিথি পড়ছে ৪এপ্রিল। ১৪৩১ বঙ্গাব্দে দুর্গা পুজো হবে মোট তিনবার।
এরপর আবারও নিয়ম করে শরৎকালে শারদীয়া উৎসব হবে।এই বছর শারদ উৎসব শুরু হচ্ছে ২৩আশ্বিন অর্থাৎ ইংরেজি ১০অক্টোবর। আবার বসন্তকালের দূর্গা পুজোর তিথি পড়ছে ৪এপ্রিল। ১৪৩১ বঙ্গাব্দে দুর্গা পুজো হবে মোট তিনবার।