পুজোর পারমিশন অনলাইনে

Durga Puja 2024: দুর্গাপুজোর উদ্যোক্তাদের জন্য সুখবর! লাইনে দীর্ঘ অপেক্ষার দিন শেষ! এ বার এক ক্লিকেই হাতের মুঠোয় সব অনুমতি

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: লাইন দিয়ে এ বার আর দমকল কিংবা পুলিশের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। ভিড় এড়াতে এবার জেলা প্রশাসনের নয়া উদ্যোগ।অনলাইনেই এবার পুজোর আবেদন করতে পারবে সব ক্লাব।পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ পোর্টালের উদ্বোধন হল জেলা প্রসাশনের হাত ধরে।পুজোর আগে এমন আয়োজনে খুশি উদ্যোক্তারা। নির্দিষ্ট তথ্য দিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানালে মিলবে পুজোর অনুমতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে যাতে কোনও বন্ধকতা না সৃষ্টি হয় তার জন্য এই আয়োজন জেলা প্রশাসনের।স্বল্প সময়ে মিলবে অনুমতি।

পুজোর পারমিশন বা অনুমতির জন্য আর ছোটোছুটির প্রয়োজন নেই। আবেদন করা যাবে ঘরে বসেই। ‘পশ্চিম মেদিনীপুর পুজো পারমিশন’ (Paschim Medinipur Pujo Permission) পোর্টালের মাধ্যমে অনলাইনেই করা যাবে পুজোর আবেদন। প্রসঙ্গত বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যার মধ্যে অন্যতম দুর্গাপুজো।এই সময় উদ্যোক্তাদের মধ্যে ব্যস্ততা থাকে তুঙ্গে। পাশাপাশি দমকল, পুলিশ, এমনকি বিদ্যুতের সংযোগের জন্যও অনুমতি লাগে পুজোর জন্য। এ ক্ষেত্রে লাইন দিয়ে উদ্যোক্তাদের দাঁড়িয়ে পারমিশন করাতে হত। তবে এবারে আর দাঁড়িয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। বিশেষ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে অনুমোদন।

জেলাশাসক বলেন, ‘‘এই পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে পুজো উদ্যোক্তারা খুব সহজেই পুজোর অনুমতি পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক প্রশংসনীয় উদ্যোগ। আমি এজন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাব।’’

অপরদিকে, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ‘‘বিভিন্ন ধরনের ঝামেলা বা জটিলতা কমানোর জন্যই আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে করা হয়েছে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগেই এটা করা হয়েছে। এই অনলাইন ব্যবস্থা সফল করার ক্ষেত্রে অতিরিক্ত জেলাশাসকদের অবদান অনস্বীকার্য।”

আরও পড়ুন : এখনও মহাশূন্যেই আটকে সুনীতা ও বুচ, মহাকাশচারীদের ছাড়া ‘খালি হাতে’ই পৃথিবীতে ফিরল স্টারলাইনার

জেলা প্রশাসনের সহযোগিতায় এবার অভিনব এই উদ্যোগ নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ (Paschim Medinipur District Police)। পুজোর প্রায় এক মাস আগেই, জেলা পরিষদের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পোর্টালের উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার এবং মহকুমাশাসক বৃন্দ।