মা দুর্গা

Bankura News:৮ ফুটের এই অপরূপ দুর্গা পাড়ি দিল কলকাতায়! কোন জেলা থেকে আসছে এটি দেখুন…

বাঁকুড়া: এবার বাঁকুড়ার টেরাকোটা গ্রাম পাঁচমুড়ার মৃৎশিল্পীর হাতে টেরাকোটার তৈরি আট ফুট উচ্চতার দূর্গাপ্রতিমা পাড়ি দিল কলকাতায়। অতীতে বেশ একাধিক শিল্পীর হাতে তৈরি টেরাকোটার দূর্গা প্রতিমা কলকাতায় পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কোনও প্রতিমা গড়ার বরাত মেলেনি। তবে মন্ডপ সজ্জার টেরাকোটার জিনিসপত্র রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দিয়েছিল। কিন্তু দূর্গা প্রতিমা তৈরির ডাক পাননি শিল্পীরা। তবে এই বছরে ফের টেরাকোটা গ্রামে অর্ডার আসাতে খুশি টেরাকোটা শিল্পীরা।

আরও পড়ুন- ‘এ কষ্ট চোখে দেখা যায় না!’ আবার সেই পুরনো ফর্মে! বাঁকুড়ায় যা করলেন মমতা, চমকে উঠবেন জেনে

দীর্ঘ একমাস ধরে শিল্পী স্বয়ং এবং আরও সহকারী শিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে পূর্ণাঙ্গ রুপ দিতে সক্ষম হয়েছেন শিল্পীরা। একেবারে প্রাকৃতিক ভাবে তৈরি মাটি গুলে একধরনের রং দিয়ে এবং আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই প্রতিমা। আট ফুট উচ্চতার এই টেরাকোটার দূর্গা প্রতিমা যে নজর কাড়বে সবার, তা এক প্রকার নিশ্চিত। শিল্পী ব্রজনাথ কুম্ভকার জানান, কয়েক মাস আগে কলকাতা থেকে বেশ কয়েকজন আর্টিস্ট এসেছিলেন পাঁচমুড়ার টেরাকোটা গ্রামে। পরে ঐ শিল্পীরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছ থেকেই অর্ডার আসে এই আট ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরির।

বরাত পেয়েই শিল্পীরা প্রতিমা তৈরির কাজ শুরু করেন শিল্পী নিজে, আরও দুজন সহ শিল্পীকে নিয়ে। খুশি পুজোর আগে বড় মাপের কাজ করতে পেরে। তবে শিল্পী আরও জানান, প্রত্যেক দুর্গাপুজোর আগে এই ধরনের বড় কাজ করার জন্য অপেক্ষায় থাকেন তাঁরা। এতে শিল্পীর শিল্পকলা বা গুণ যেমন একদিকে তুলে ধরতে সক্ষম হয়, ঠিক তেমনি পুজোর আগে আর্থিকভাবে লাভবান হন শিল্পীরা।

আরও পড়ুন- ধোনির মেয়ে পড়ে ঘরের কাছের এই দারুণ স্কুলে! কত ফি? জানলে আপনিও পাঠাবেন সন্তানকে!

অন্যদিকে আর এক সহ শিল্পী ভরত কুম্ভকার জানান, এর আগে দুর্গা প্রতিমা তৈরির সঙ্গেযুক্ত থাকলেও এত বড় দুর্গা প্রতিমার কাজে যুক্ত তিনি প্রথম হলেন এবার। প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন বাধাকে কাটিয়ে প্রতিমা তৈরি করতে পেরে তারা খুশি। ভবিষ্যতে এই ধরনের কাজ আরও করতে চাই বলে জানান সহ শিল্পী ভরত কুম্ভকার।

নীলাঞ্জন ব্যানার্জী