দুর্গাপুর ডিএভি মডেল স্কুল।

West Bardhaman News : দশম, দ্বাদশের বোর্ড পরীক্ষায় নম্বরের মেলা, নজরকাড়া সাফল্য দুর্গাপুরের এই স্কুলের 

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বিগত এক দশকে দুর্গাপুরের শিক্ষা ব্যবস্থার অগ্রগতি হয়েছে অনেকটা। একাধিক নামিদামি স্কুল, কলেজ পথ চলা শুরু করেছে শহরের বুকে। কিন্তু শহরে যতগুলি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে, তার মধ্যে অন্যতম পুরানো ডিএভি মডেল স্কুল। ১৯৭৫ সালে এই স্কুল হাতেগোনা কিছু পড়ুয়াদের নিয়ে পথ চলা শুরু করেছিল। যেখানে এখন বর্তমানে পড়ুয়ার সংখ্যা কয়েক হাজার। আর সেই বিদ্যালয়ের দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা রাখলেন নিজেদের সাফল্যের ছাপ। শ্রেষ্ঠত্বের ছাপ এবছরও বজায় রাখল দুর্গাপুরের ডিএভি মডেল স্কুল।

এই বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ফলাফল হয়েছে নজর কাড়া। নম্বরের ভিত্তিতে ৯৭% নম্বর পেয়ে এই বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছেন রিয়া জৈন। দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থী ছিলেন প্রায় ৫৬৫ জন। যাদের মধ্যে ১০৩ জন পেয়েছেন ৯০% এর উপর নম্বর পেয়েছেন। ৩৫ জন পড়ুয়া বিভিন্ন বিষয়ে পেয়েছেন ১০০ শতাংশ নম্বর। দ্বাদশ শ্রেণীতে বিদ্যালয়ে গড় পাসের হার ৭৭ ৭৭.৯৯ শতাংশ। এমনটাই জানিয়েছেন বিদ্যালয়ের এক আধিকারিক। এই বিদ্যালয়ের কেমিস্ট্রিতে ১০০% নম্বর পেয়েছেন দুজন। বায়োলজিতে ১০০% নম্বর পেয়েছেন একজন পড়ুয়া। পেইন্টিংয়ে ১০০ শতাংশ নম্বর পেয়েছে ১৯ জন পরীক্ষার্থী। অ্যাকাউন্টান্সিতে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন তিনজন পড়ুয়া। এছাড়া বিজনেস স্টাডিজে দু’জন এবং হেলথ কেয়ারে একজন পরীক্ষার্থী ১০০ শতাংশ নম্বর পেয়েছেন।

আরও পড়ুন : ফ্লাইওভারের রেলিং ভেঙে নিচে পড়ল ডাম্পার! খলনায়ক টায়ার…

অন্যদিকে এই বিদ্যালয়ে দশম শ্রেণীর অর্থাৎ এসএসইতে গড় পাশের হার ৮০ শতাংশের বেশি। বিদ্যালয় ৩৯১ জন পড়ুয়া দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় বসেছিলেন। যার মাধ্যমে ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে এই বিদ্যালয়ের প্রথম স্থান অধিকার করেছেন উমঙ্গ। দ্বিতীয় স্থান অধিকারী পরীক্ষার্থী পেয়েছেন ৯৮.৪ শতাংশ নম্বর। অন্যদিকে তৃতীয় স্থান অধিকারী পড়ুয়া পেয়েছেন ৯৮ শতাংশ নম্বর। দশম শ্রেণীতে বিদ্যালয়ের গড় পাশের হার ৮১.৯১ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে মোট ৮৬ জন বিভিন্ন বিষয়ে এক শতাংশ নম্বর পেয়েছেন। উল্লেখ্য, ডিএভি মডেল স্কুলে দশম শ্রেণীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মত বিষয় পড়ানো হয়। এই বিষয়ে বিদ্যালয়ের ২১ জন পড়ুয়া ১০০% নম্বর পেয়ে নজর কেড়েছেন শহরের।

আরও পড়ুন : ভোট দেওয়ার অন‍্য ছবি! বাড়ি বসে ভোট দিতে মন চায় না, বিশেষভাবে সক্ষম হয়েও বুথে পৌঁছলেন অনিল

দুর্গাপুর ডিএভি মডেল স্কুলের প্রিন্সিপাল পাপিয়া মুখার্জি সফল পড়ুয়াদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, পড়ুয়ারা নিজেদের প্রচেষ্টায় নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের লাগাতার প্রয়াস বিদ্যালয়ের এই উজ্জ্বল সাফল্যকে ধরে রেখেছে। একই সঙ্গে তিনি পড়ুয়াদের পরিশ্রমকে সাধুবাদ জানিয়েছেন। সাধুবাদ জানিয়েছেন অভিভাবকদেরও। পাশাপাশি, দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যের জন্য পড়ুয়াদের পাশাপাশি তিনি অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তিনি আশা প্রকাশ করেছেন, যেভাবে ধীরে ধীরে শহরের শিক্ষাক্ষেত্রে একের পর এক সাফল্যের মুকুট এসে জুড়ে ডিএভি মডেল স্কুলের মাথায়, তা আগামী দিনে আরও উজ্জ্বল হবে। পড়ুয়া, অভিভাবকদের, শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের সমগ্র সহযোগিতায় এই সাফল্য বারবার আসে বলে তিনি জানিয়েছেন।

নয়ন ঘোষ