Money Making Tips: পাতি লেবু থেকে প্রতি মাসে আয় হবে মুঠো মুঠো টাকা ! দেখে নিন কীভাবে

কম বেশি পাতি লেবু অনেকেই খেয়ে থাকেন । এছাড়াও গরমকালে এমনিতেই লেবুর চাহিদা থাকে তুঙ্গে । ভাত হোক বা শরবত, তার সঙ্গে এক টুকরো লেবু খেতে পছন্দ করেন অনেকেই।
কম বেশি পাতি লেবু অনেকেই খেয়ে থাকেন । এছাড়াও গরমকালে এমনিতেই লেবুর চাহিদা থাকে তুঙ্গে । ভাত হোক বা শরবত, তার সঙ্গে এক টুকরো লেবু খেতে পছন্দ করেন অনেকেই।
এছাড়াও বিশেষজ্ঞদের মতে লেবুর রসের মধ্যে রয়েছে অনেক গুণ , যা আমাদের শরীরের বিভিন্ন উপকারে কাজে লাগে । সবমিলিয়ে বছরের প্রায় সবসময়ই বাজারে লেবুর চাহিদা থাকে ভালই ।
এছাড়াও বিশেষজ্ঞদের মতে লেবুর রসের মধ্যে রয়েছে অনেক গুণ , যা আমাদের শরীরের বিভিন্ন উপকারে কাজে লাগে । সবমিলিয়ে বছরের প্রায় সবসময়ই বাজারে লেবুর চাহিদা থাকে ভালই ।
তাই লেবু সম্পর্কে সমস্ত বিষয় মাথায় রেখে যদি পাতি লেবু চাষ করা যায় তাহলে প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
তাই লেবু সম্পর্কে সমস্ত বিষয় মাথায় রেখে যদি পাতি লেবু চাষ করা যায় তাহলে প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।
তবে সাধারণ পাতি লেবু নয় । পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটের দেবারুণ নার্সারিতে পাওয়া যাচ্ছে ক্যালকাটা পাতি লেবু। এই ক্যালকাটা পাতি লেবু চাষ করেই অধিক টাকা উপার্জন করা সম্ভব বলে জানাচ্ছেন দেবারুণ নার্সারির কর্ণধার।
তবে সাধারণ পাতি লেবু নয় । পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটের দেবারুণ নার্সারিতে পাওয়া যাচ্ছে ক্যালকাটা পাতি লেবু। এই ক্যালকাটা পাতি লেবু চাষ করেই অধিক টাকা উপার্জন করা সম্ভব বলে জানাচ্ছেন দেবারুণ নার্সারির কর্ণধার।
এই লেবু গাছটি খুব বেশি বড় হয়না, তবে ছোট গাছেই পাওয়া যাবে অধিক ফলন। এই ক্যালকাটা পাতি লেবু গাছ থেকে বছরে ২৫০ থেকে ৩০০ পিস লেবু পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন নার্সারির কর্ণধার।
এই লেবু গাছটি খুব বেশি বড় হয়না, তবে ছোট গাছেই পাওয়া যাবে অধিক ফলন। এই ক্যালকাটা পাতি লেবু গাছ থেকে বছরে ২৫০ থেকে ৩০০ পিস লেবু পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন নার্সারির কর্ণধার।
এই ক্যালকাটা পাতি লেবু গাছের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত। নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, এখন এই গাছ নিয়ে পরিচর্যা শুরু করলেই আগামী বৈশাখ মাসের মধ্যেই ব্যাপক ফলন পাওয়া যাবে ।গাছ কেনার জন্য যোগাযোগ করতে পারেন, 74781 59992 এই নাম্বারে।
এই ক্যালকাটা পাতি লেবু গাছের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত। নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, এখন এই গাছ নিয়ে পরিচর্যা শুরু করলেই আগামী বৈশাখ মাসের মধ্যেই ব্যাপক ফলন পাওয়া যাবে ।গাছ কেনার জন্য যোগাযোগ করতে পারেন, 74781 59992 এই নাম্বারে।