ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিউটির

Kanchenjunga Express Accident: বাড়ি আর ফেরা হল না! ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু বিউটির, নিথর দেহ আঁকড়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার

পূর্ব বর্ধমান: সোমবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুসকরার বিউটি বেগমের। এক নিমেষে বাড়িতে আনন্দের পরিবেশ পরিণত হয়েছে বিষাদের সুরে।

সোমবার ছিল ইদুজ্জোহা, আনন্দের উৎসব আর তাতেই সামিল হয়ে পরিবারের সঙ্গেই থাকতে চেয়ে নিউ জলপাইগুড়ি থেকে তড়িঘড়ি ট্রেন ধরেছিলেন বিউটি।

আরও পড়ুন-   বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

তার বাড়ি ফেরার কথা ছিল হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেসে। সোমবার তা বাতিল থাকায় বিউটির স্বামী বলেছিলেন মঙ্গলবার যাওয়ার কথা। কিন্তু উৎসবের দিনে নিজের পরিবারের সঙ্গেই থাকতে চেয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় উঠেছিলেন তিনি।

আরও পড়ুন-   গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

স্বামীকে ফোন করে বলেছিলেন ট্রেন ছেড়েছে,সিট পেয়েছেন । তারপরই আসে ভয়াবহ সেই দুর্ঘটনার খবর। পূর্ব বর্ধমানের গুসকরার ইটাচাঁদার বাড়িতে এল বিউটি বেগমের নিথর দেহ। স্বজন হারানো কান্নার আওয়াজে গোটা পাড়া বিহ্বল।