এবার প্রশ্ন হচ্ছে ট্রফিটি কার কাছে থাকে? আইসিসির নিয়ম অনুযায়ী, কয়েক দিনের জন্য় জয়ী দলকে দেওয়া হয় আসল ট্রফিটি। তারপর জয়ী দলকে আসল ট্রফির রেপ্লিকা দেওয়া হয়। আর আসল ট্রফিটি থাকে আইসিসির দফতরে।

T20 World Cup 2024: ৪ ওভারে ৪ মেডেন ৩ উইকেট, টি-২০ বিশ্বকাপে হল বিশ্বরেকর্ড

শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। ১৯ তারিখ থেকে শুরু হবে সুপার এইট রাউন্ড। তার আগে গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় এমন রেকর্ড হল যা শুধু টি-২০ বিশ্বকাপ নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগ কোনও দিন হয়নি।
শেষ হয়েছে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর গ্রুপ পর্বের খেলা। ১৯ তারিখ থেকে শুরু হবে সুপার এইট রাউন্ড। তার আগে গ্রুপ পর্বের শেষ দিনের খেলায় এমন রেকর্ড হল যা শুধু টি-২০ বিশ্বকাপ নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে এর আগ কোনও দিন হয়নি।
এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। তার আগে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন কিউই পেসার লকি ফার্গুসন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে কৃপণতম বোলিং করলেন তিনি।
এবার টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। তার আগে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন কিউই পেসার লকি ফার্গুসন। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এক ম্যাচে কৃপণতম বোলিং করলেন তিনি।
টি-২০ ক্রিকেটে সাধারণ যেখানে ব্যাটারদের দাপট দেখা যায় সেখানে ৪ ওভার বোলিং করে কোন রান দেননি লকি ফার্গুসন। ৪টিই মেডেন ওভার করার পাশাপাশি ৩ উইকেটও নিয়েছেন কিউই পেসার। যা একটি বিশ্বরেকর্ড।
টি-২০ ক্রিকেটে সাধারণ যেখানে ব্যাটারদের দাপট দেখা যায় সেখানে ৪ ওভার বোলিং করে কোন রান দেননি লকি ফার্গুসন। ৪টিই মেডেন ওভার করার পাশাপাশি ৩ উইকেটও নিয়েছেন কিউই পেসার। যা একটি বিশ্বরেকর্ড।
২৪টি ডট বল ও ৩ উইকেটে নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন লকি ফার্গুসন। চতুর্থ ওভারে থেকে বোলিং শুরু করেন তিনি। তারঁ বোলিং স্পেল ছিল এমন- W,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,W,0,0,0,0,W,0,0,0,0।
২৪টি ডট বল ও ৩ উইকেটে নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছেন লকি ফার্গুসন। চতুর্থ ওভারে থেকে বোলিং শুরু করেন তিনি। তারঁ বোলিং স্পেল ছিল এমন- W,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,W,0,0,0,0,W,0,0,0,0।
টি-টোয়েন্টি ক্রিকেটে ০ ইকোনমি রেটে বোলিং করা ফার্গুসন ক্রিকেট ইতিহাসে নয়া নজির তৈরি করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করার বিশ্বরেকর্ডও এই কিউই বোলারের।
টি-টোয়েন্টি ক্রিকেটে ০ ইকোনমি রেটে বোলিং করা ফার্গুসন ক্রিকেট ইতিহাসে নয়া নজির তৈরি করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম ইকোনমি রেটে বোলিং করার বিশ্বরেকর্ডও এই কিউই বোলারের।
লকি ফার্গুসনের আগে একই কৃতিত্ব অর্জন করেছিলেন আরেক বোলার। নেদারল্যান্ডসের সাদ বিন জাফরও ৪ ওভার বোলিং করেন। কিন্তু তিনি নিয়েছেন ২ উইকেট। ফার্গুসন ৩ উইকেট নিয়ে সেই রেকর্ডও ভেঙে দেন। তবে বিশ্বকাপের ইতিহাসে ফার্গুসনই একমাত্র বোলার যিনি ২৪টি বল করেছেন।
লকি ফার্গুসনের আগে একই কৃতিত্ব অর্জন করেছিলেন আরেক বোলার। নেদারল্যান্ডসের সাদ বিন জাফরও ৪ ওভার বোলিং করেন। কিন্তু তিনি নিয়েছেন ২ উইকেট। ফার্গুসন ৩ উইকেট নিয়ে সেই রেকর্ডও ভেঙে দেন। তবে বিশ্বকাপের ইতিহাসে ফার্গুসনই একমাত্র বোলার যিনি ২৪টি বল করেছেন।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কোনও বোলারের এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বলা চলে। ক্রিকেটপ্রেমীদের ধারণা, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে লকি ফার্গুসনের এটি একটি বিশেষ রেকর্ড হয়ে থাকবে।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কোনও বোলারের এই রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বলা চলে। ক্রিকেটপ্রেমীদের ধারণা, ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে লকি ফার্গুসনের এটি একটি বিশেষ রেকর্ড হয়ে থাকবে।