এয়ার কুলার 

East Bardhaman News: উপকরণ সামান্য! স্বল্পমূল্যে এয়ারকুলার বানিয়ে তাক লাগালেন সত্তরোর্ধ্ব বৃদ্ধ

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: গরমে নাজেহাল হয়ে উঠছেন সকলেই। তাই গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই এসি অথবা এয়ার কুলার কিনছেন। তবে অনেকেই আছেন যাদের এসি অথবা এয়ার কুলার কেনার সামর্থ্য নেই। তাই যাঁদের এসি অথবা এয়ার কুলার কেনার সামর্থ্য নেই তাঁদের কথা মাথায় রেখেই, স্বল্প খরচে নিজের হাতে এয়ার কুলার তৈরি করলেন ৭২ বছরের এক বৃদ্ধ। পূর্ব বর্ধমানের কালনার বাসিন্দা অরূপ কুমার মোদক। বর্তমানে তাঁর বয়স প্রায় ৭২ বছর।

তবে বয়স হলেও তিনি এই বয়সে যা তৈরি করেছেন তা দেখে রীতিমতো সবাই অবাক হচ্ছেন। স্বল্প খরচে তৈরি করেছেন এয়ার কুলার। ইতিমধ্যেই এই এয়ার কুলার বানানোর জন্য তাঁর কাছে প্রচুর অর্ডার আসতেও শুরু করেছে। দিনের পর দিন বেড়েই চলেছে অরূপ বাবুর তৈরি এয়ার কুলারের চাহিদা। এই প্রসঙ্গে অরূপ কুমার মোদক বলেন, “সাধারণত একটা এয়ারকুলার কিনতে গেলে ৫-৬ হাজার টাকার নীচে ভাল জিনিস পাওয়া যায় না। কিন্তু সাধারণ গরিব মানুষেরা এই গরমে যে কষ্ট পাচ্ছে তার জন্য কি করা যায় সেটা চিন্তা করতে করতেই বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আমি একটা এয়ারকুলার তৈরি করলাম। এটা দেখার পরে এখন অনেকেই আমাকে তৈরি করে দেওয়ার জন্য ধরেছে। এটা খুবই স্বল্প ব্যয় এবং কম বিদ্যুৎ খরচে চলবে। “

পূর্ব বর্ধমানের অরূপ কুমার মোদক বর্তমানে কালনা পুরসভার ডাঙাপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে অরূপবাবু পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁর কথায় তিনি ষষ্ঠ শ্রেণীর পর থেকেই মেকানিকাল কাজে আগ্রহী হয়ে চলে যান। পরবর্তীতে স্কুল জীবন পেরিয়ে তিনি টেকনিক্যাল লাইনে আসেন। এবং বর্তমানে তিনি ওয়াটার ফিল্টার বিভাগে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন : প্রোমোশন, অগাধ টাকা, দাম্পত্য প্রেম, বাড়িতে সম্পদ ও শান্তি! শুধু কিছু পাতিলেবু রাখুন এভাবে

অরূপবাবু প্রায় বেশিরভাগ সময় নতুন কিছু বানানোর চেষ্টা করেন। সেরকমই তিনি এবার নিজের হাতে তৈরি করেছেন এয়ার কুলার। অরূপ বাবু আরও বলেন, “এটা তৈরি করতে লেগেছে একটা এগজস্ট ফ্যান , ভিতরে একটা সাবমারসিবল ছোট পাম্প আছে। নেট আছে, ছোবড়া আছে। কিছু পাইপ কানেকশনের কাজ আছে এবং একটা জার ব্যবহার করা হয়েছে। নেট দিয়ে ঘেরা আছে যাতে হাত লাগলেও বাচ্চাদের কোনও ক্ষতি না হয়।”

এই গরমে এহেন স্বল্পমূল্যের এয়ার কুলার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন কালনার এই ৭২ বছরের অরূপ কুমার মোদক। মূলত সাধারণ মধ্যবিত্ত মানুষের কথা ভেবে এহেন কুলার তৈরি করে খুবই খুশি এবং আনন্দিত পূর্ব বর্ধমানের অরূপ বাবু।