Tag Archives: asanaol

Wax Museum: স্বয়ং ‘নেতাজি’ দাঁড়িয়ে, ‘শাহরুখ’, ‘কোহলীর’ সঙ্গে সেলফি তুলুন! অবাক করা মিউজিয়াম আছে এই বাংলাতেই

পশ্চিম বর্ধমান : এই শহরের চারপাশে কয়লা খনি। সমৃদ্ধ শহর আসানসোল। কিন্তু এই শহর পর্যটকদের খুব বেশি কাছে টানে না। পর্যটকদের একটা বড় অংশের অভিযোগ, এখানে দেখার মত সেই অর্থে কিছুই নেই। তবে এই শহরের এবার নতুন আকর্ষণ হতে চলেছে ওয়াক্স মিউজিয়াম।

শহরের শেষ প্রান্তে রয়েছে মাইথন জলাধার। যেখানে পিকনিকের মরশুমে বেশ ভালই ভিড় হয়। অথবা বিশেষ বিশেষ তিথিতে মানুষের ঢল নামে জেলার দুটি বিখ্যাত মন্দির কল্যানেশ্বরী এবং ঘাগরবুড়িতে।

তবে এই শহরেই পর্যটকদের আকর্ষণের নতুন ঠিকানা তৈরি হয়েছে। ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। তার সৌজন্যে আসানসোলে তৈরি হয়েছে একটি ওয়াক্স মিউজিয়াম। ভাস্কর্য শিল্পী নিজের হাতে এই মিউজিয়ামটি গড়ে তুলেছেন।

দীর্ঘ পরিশ্রমের পর সাজিয়ে তুলেছেন এই মিউজিয়ামটি। কয়েক বছর আগে কয়েকটি মূর্তি নিয়ে এই মিউজিয়ামটি দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল। তবে বিগত কয়েক বছরে আরও একাধিক নতুন মূর্তি তৈরি করেছেন ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়।

আর তার ফলে উত্তরোত্তর এই জায়গাটি পর্যটকদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছে। এখানে গেলে আপনি সামনে থেকে দেখতে পাবেন নেতাজির ওয়াক্স স্ট‍্যাচু। সেলফি তোলার সুযোগ পাবেন ‘অমিতাভ বচ্চন’ অথবা ‘শাহরুখ খানের’ মোমের মূর্তির সঙ্গে।

আরও পড়ুন:  বলুন তো কোন মাছ জলে সাঁতার কাটে, আকাশে ওড়ে, আবার ডাঙায় চলাফেরা করে?

আবার ‘বিরাট কোহলি’র মতো ক্রিকেট তারকার সঙ্গেও সেলফি তোলার সুযোগ পাবেন। উল্লেখ্য,নেতাজির জন্ম দিবসে এখানে নেতাজির মোমের মূর্তি দর্শকদের জন্য খুলে দিয়েছেন শিল্পী। তৈরি হয়েছে লতা মঙ্গেশকরের মোমের মূর্তিও।

তাছাড়াও, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় কৃষ্ণভক্ত বালক ভাগবত দাস ব্রহ্মচারীর মূর্তি সম্প্রতি তৈরি করেছেন তিনি। লক্ষ্য রয়েছে স্বাধীনতা দিবসের আগে শিল্পপতি রতন টাটার মোমের মূর্তি তৈরি করার। সেই লক্ষ্য নিয়ে কাজও চালিয়ে যাচ্ছেন এই ভাস্কর্য শিল্পী।

আরও পড়ুন:  বাজারে দেখেও কিনছেন না? টক, মিষ্টি ফলেই কুপোকাত ইউরিক‍ অ‍্যাসিডের সমস‍্যা! শরীরে অন্দরে জমে থাকা ময়লাও দূর হবে

আসানসোলের মহিশিলা কলোনিতে রয়েছে এই মিউজিয়ামটি রয়েছে। যেখানে গেলে আপনি মাত্র ১০০ টাকার বিনিময়ে টিকিট কেটে বেশ কয়েক ঘণ্টা অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। তাছাড়াও পুরো মিউজিয়ামটি রাজস্থানী শীষমহলের ধাঁচে সাজিয়েছেন শিল্পী। যেটিও একটি দেখার মত জিনিস।

নয়ন ঘোষ

Kazi Nazrul Islam: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ রেলের!

বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশাল আয়োজন কবির জন্মভিটাতে। আসানসোলের নজরুল তীর্থ চুরুলিয়ায় কবির জন্মদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে। যদিও এই মেলা চলতি বছরে ৪৪ তম বর্ষে পা রেখেছে। কিন্তু কবির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের জাঁকজমক বেড়েছে অনেকটা।

অন্যদিকে নজরুল প্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে রেল। কবির প্রতি শ্রদ্ধা জানাতে পূর্ব রেলের পক্ষ থেকে বড় পদক্ষেপ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে ইতিমধ্যে পরিকল্পনা চাওয়া হয়েছে। যে পরিকল্পনার বাস্তবায়ন হলে তা কবি নজরুলের প্রতি শ্রদ্ধা জানানোর একটি মাইলফলক হয়ে থাকবে। বড় উপহার হবে নজরুল প্রেমীদের জন্য।

Lok Sabha Election 2024: বাংলার ভোটে সীমান্তে কী এমন ঘটছে! হাজির বিশেষ আধিকারিক! ‘বড়’ কিছু ঘটনার আশঙ্কা?

আসানসোল, পশ্চিম বর্ধমান : দেশ জুড়ে শুরু হয়েছে নির্বাচনী পর্ব। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। গোটা দেশজুড়ে রয়েছে কড়া নিরাপত্তা। নিরাপত্তার চাদরে রয়েছে বাংলাও। এমন অবস্থায় বাইরে থেকে যাতে কোনও দুষ্কৃতি ঢুকে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে বা অবৈধ ব্যবসার রমরমা বৃদ্ধি না পায়, তার জন্য চলছে নজরদারি। সেই উপলক্ষে আন্তঃরাজ্য সীমান্তে চালানো হল বিশেষ নাকা চেকিং। যেখানে হাজির ছিলেন বিশেষ অধিকারিকও।

প্রসঙ্গত, বাংলা ঝাড়খন্ড সীমান্তে অবস্থিত কুলটির ডুবুরডি চেকপোস্ট বেশ গুরুত্বপূর্ণ। এখানে সারা বছরই পুলিশের তৎপরতা চোখে পড়ে। তবে উৎসবের দিন বা নির্বাচনের সময় এই জায়গায় পুলিশের তল্লাশি আরও বেড়ে যায়। যেহেতু নির্বাচন পর্ব চলছে, তাই ডুবুরডি চেকপোষ্টে চালানো হয়েছে বিশেষ নজরদারি।

আরও পড়ুন: ‘মিস ইন্ডিয়া’, ‘মিস ইউনিভার্স’ অতীত, এবার আসছে ‘মিস এআই’! নাম শুনেই চমকে যাচ্ছেন? আসল ব‍্যাপার জানলে চোখ কপালে উঠবে

পুলিশ-সহ প্রশাসনের একাধিক বিভাগের আধিকারিকদের উপস্থিতিতে চলেছে নাকা চেকিং। গুরুত্বপূর্ণভাবে যেখানে হাজির ছিলেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক। তার উপস্থিতিতে ছোট, বড় বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়েছে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে।

তবে শুধু ডুবুরডিচেকপোস্ট নয়, গোটা জেলা জুড়েই দেখা যাচ্ছে নিরাপত্তার তৎপরতা। জাতীয় সড়কের পাশাপাশি বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। চালানো হয়েছে নাকা চেকিং।

যাতে কোনও ভাবেই নির্বাচনের নিরাপত্তায় বিন্দুমাত্র ফাঁকফোকর না থাকে, তা নিশ্চিত করতে চলছে নাকা তল্লাশি। জেলার নিরাপত্তায় দেওয়া হয়েছে বিশেষ জোর। আগামী ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে পশ্চিম বর্ধমানের দুটি লোকসভা কেন্দ্রে। আর তার আগে নির্বাচন কমিশনের নির্দেশনামা অনুযায়ী চলছে নাকাতল্লাশি।

নয়ন ঘোষ