সবজি চাষ

Agriculture News: কখনও বৃষ্টি কখনও রোদ! খামখেয়ালি আবহাওয়ায় ফসল বাঁচানোর সহজ উপায়

দক্ষিণ ২৪ পরগনা: রোদ ঝড় বৃষ্টি আর এভাবেই আবহাওয়ার খামখেয়ালি পনায় চাষবাসের ক্ষেত্রে একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তা থেকে কিভাবে বাঁচবেন। তা জেনে নিন , ভাল ফসলের বৃদ্ধি ও বিকাশের জন্য বৃষ্টি অপরিহার্য। আর এই বর্ষাতে হবে কিভাবে ভালফসল ফলাবে এবং যাতে সবজি বা ধানের ভালো ফসলের জন্য কৃষি বিজ্ঞানী কি পরামর্শ দিচ্ছেন তা জেনে নিন। সম্পূর্ণ জৈবভাবেই সবজি ফসল উৎপাদন সম্ভব। সবজি চাষের ক্ষেত্রে উৎপাদিত জৈব সারের মাধ্যমে এই চাষ সম্ভব।

আরও পড়ুন: জল ডুবেছে কাকদ্বীপের ভুবন নগর! সমাধান চাইছেন স্থানীয়রা

নিয়মিত পরিচর্যা এবং পোকামাকড়ের আক্রমণ ঠেকাতেও জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে। তখন এসব উৎপাদিত ফসল সকলের জন্য নিরাপদ খাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এভাবেই সারাবছর নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্পপরিসরে শাকসবজি উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে তা বাণিজ্যিকভাবেও লাভবান হওয়ার সুযোগ রয়েছে। সেচের জন্য জল সরবরাহ করে, মাটির আর্দ্রতা পুনরায় পূরণ করে এবং জলবায়ু ও আবহাওয়ার ধরণকে প্রভাবিত করে। বৃষ্টি কৃষি পণ্যের গুণমান এবং পরিমাণের পাশাপাশি কৃষকদের আয় ও জীবিকা অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।

আরও পড়ুন: পুজোর আগে বড়সড় উদ্যোগ নিল বারুইপুর জেলা পুলিশ

দক্ষিণ ২৪ পরগনা এলাকায় বিভিন্ন চাষের ক্ষেত্রে বৃষ্টির উপরে নির্ভরশীল। ভাল চাষ বৃষ্টিপাতের উপর নির্ভর করে। বর্ষাকাল দক্ষিণ ২৪ পরগনা জেলা সবজি চাষের আদর্শ সময়। বৃষ্টি ফসলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করে, সেচের প্রয়োজন কমায় এবং খরার ঝুঁকি কমায়। বর্ষা তাপমাত্রাও কমিয়ে দেয়, যা অনেক সবজির জন্য উপকারী যেগুলি প্রচণ্ড গরমে ফলতে পারে না। বর্ষাকাল ধনে, ধান, বেগুন পটল উচ্ছে ঢেঁড়শ আরওবিভিন্ন ধরনের সবজি চাষ করার জন্যও একটি ভাল সময়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুমন সাহা