মহিলারা খেলছে ফুটবল

Nadia News: বল পায়ে মাঠ দাপাচ্ছে মেয়েরা! মহিলাদের নকআউট ফুটবল প্রতিযোগিতা নদিয়ায় 

নদিয়া: মহিলারা আর যে পুরুষদের থেকে কোনও অংশেই কম নন তা আরও একবার প্রমাণ হয়ে যায় এই দৃশ্য দেখলে পরে। অন্যান্য খেলায় অংশগ্রহণ করলেও মহিলাদের ফুটবল খেলার প্রতি আগ্রহ আগেকার দিনে খুব একটা বেশি দেখা যেত না। তবে ইদানিং পুরুষদের মতোই সমানভাবে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়ছে মহিলাদের। আর সেই মতোই এখন মফস্বল কিংবা পাড়া গ্রামে বেশিরভাগ জায়গাই মহিলাদের ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করতে দেখা যায়। আর ঠিক তেমনভাবেই আট দলীয় নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এই দিন।

আরও পড়ুন: বৃষ্টি হলেই জমে যায় জল, বাধ্য হয়ে ঘরছাড়া বেশ কয়েক পরিবার

রানাঘাট হালালপুর নবজীবন সম্মেলনী ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মহিলাদের ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। বৃষ্টি উপেক্ষা করে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পায় ট্রফি নগদ পাঁচ হাজার টাকা, রানার্স দল পায় ট্রফি ও চার হাজার টাকা। এছাড়া ম্যান অফ দা ম্যাচ, ম্যান অফ দা টুর্নামেন্ট, বেস্ট গোলকিপারদের পুরস্কৃত করা হয় । একদিনের এই নকআউট ফুটবল প্রতিযোগিতা ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

আরও পড়ুন: গাছ বাঁচাতে উপড়ে ফেলা হল পেরেক

উল্লেখ্য অন্যান্য খেলার মতই ফুটবল খেলাতেও মহিলাদের সমানভাবে আগ্রহ বাড়ানোর জন্য এবং তাদেরকে খেলায় উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্রীড়া সংস্থারা মহিলাদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করছেন। এবং প্রত্যেক খেলোয়াড়কেই সমানভাবে সংবর্ধনা দিচ্ছেন তারা। ফুটবল খেললে পরে শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটে। আর সেই কারণেই সকলকেই ফুটবল খেলায় উৎসাহিত করতেই এদিন রানাঘাট হালালপুর নবজীবন সম্মেলনী ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Mainak Debnath