মৎস্যজীবীদের নিয়ে ফিরছে ট্রলার

South 24 Parganas News: উত্তাল সমুদ্র! ইলিশ ধরতে গিয়ে যাচ্ছিল প্রাণ, কোনক্রমে উদ্ধার ১৮ মৎস্যজীবী 

কাকদ্বীপ: ইলিশ ধরতে গিয়ে প্রাণটাই যেতে বসেছিল কাকদ্বীপের মৎস্যজীবীদের। কিন্তু কপালজোরে এযাত্রায় প্রাণে বাঁচলেন তাঁরা। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ১৮ জন মৎস্যজীবীকে। ঠিক কি হয়েছিল মাঝসমুদ্রে, তা জানতে মৎস্যজীবীদের কাছে খোঁজ নিয়ে জানা যায় সমুদ্রে রোলিং বেড়েছে। ফলে উত্তাল হয়েছে সমুদ্র।

এরমধ্যে এফ বি রাজনারায়ন নামের ট্রলারটি কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেয়। ফেরার পথে সমুদ্রে উত্তাল ঢেউয়ের দাপটে ট্রলারের পাইপ ফেটে জল ঢুকতে শুরু করে। তখন ওই ট্রলারের মৎস্যজীবীরা চিৎকার শুরু করে। চিৎকার শুনে কিছুটা দূরে থাকা এফ বি সপ্তর্ষি নামের একটি ট্রলার ওই ট্রলারে থাকা ১৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করে। দুর্ঘটনাগ্রস্থ ট্রলারটি বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের কাছাকাছি ডুবে যায়।

আরও পড়ুনঃ East Bardhaman News: শোলা শিল্পই জীবন-জীবিকার শেষ সম্বল! এই গ্রাম টিকিয়ে রেখেছে হারাতে বসা শিল্পকে

ট্রলারটিকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও ট্রলারটিকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। তবে ওই ট্রলারে যে সমস্ত মৎস্যজীবীরা ছিলেন তাঁরা সকলেই সুস্থ আছেন। উপকূলে ফিরে আসার পর তাদের সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছে। তবে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরে স্বস্তিতে তারা সকলেই।