এই মাঠের উপর দিয়ে গিয়েছিল বিদ্যুত সংযোগের লাইন।

West Bardhaman News : হাইভোল্টেজ বিদ্যুতের তার কেড়ে নিয়েছিল বহু শিশুর শৈশব! আনন্দপুরে ফিরছে আনন্দ

কাঁকসা, পশ্চিম বর্ধমান : একটা সময় মাঠে কচিকাঁচাদের আনাগোনা লেগে থাকত। বিকেল হলেই শৈশব মেতে উঠত খেলাধুলোয়। প্রবীণরা এসে সবুজের মাঝে কিছুটা সতেজ হওয়ায় বসে সময় কাটাতেন। তারপর হঠাৎ করেই তাল কাটল। হাইভোল্টেজ বিদ্যুতের তার কেড়ে নিল বহু শিশুর শৈশব। প্রবীণরা হারালেন অবসর যাপনের ঠিকানা। আনন্দপুরের আনন্দ যেন কমে গেল।

কাঁকসা পঞ্চায়েত সমিতির অন্তর্গত আনন্দপুর গ্রাম। গ্রামে রয়েছে একটি বিশাল খেলার মাঠ। কিন্তু বেশ কয়েক বছর আগে এই খেলার মাঠের উপর দিয়ে নিয়ে যাওয়া হয় হাই ভোল্টেজ বিদ্যুতের তার। যে কারণে ভয়ে ধীরে ধীরে মাঠে আনাগোনা বন্ধ হয়ে যায় ছোটছোট ছেলে মেয়েদের। সদা চঞ্চল ময়দানটি প্রাণহীন হয়ে যায়। খেলার মাঠ হারিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে আনন্দপুর গ্রামের।

আরও পড়ুন : সবুজ রক্ষা করতে এবার আরও বড় পদক্ষেপ বন দফতরের!

বিশাল ময়দান থাকা সত্ত্বেও এলাকার মানুষজন সেখানে যেতে পারছিলেন না। শৈশব স্মার্টফোনে বন্দি হয়ে যাচ্ছিল। তাই মাঠ ফিরে পেতে উদ্যোগ নেন এলাকার মানুষ। আবেদন জানানো হয় দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে। দাবি করা হয়, খেলার মাঠের উপর থেকে সরানো হোক হাই টেনশন বিদ্যুত সংযোগ।

আরও পড়ুন : এখনও বাকি সপ্তাহ তিনেক, কিন্তু আগেভাগেই তৈরি হয়ে থাকছে বিশ্বকর্মা পুজোর মূর্তি! কেন?

স্থানীয়দের সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। কারণ পঞ্চায়েত মন্ত্রীর উদ্যোগে আনন্দপুরের বিশাল এই খেলার মাঠটির উপর থেকে বিদ্যুতের তার সরানোর কাজ শুরু হয়েছে। বিদ্যুৎ দফতরের এই পদক্ষেপ দেখে খুশি গ্রামের মানুষ। একই সঙ্গে তারা ধন্যবাদ দিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীকে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F 

বলছেন আনন্দপুরে আবার আনন্দ ফিরে আসছে। আনন্দপুর আবার ফিরে পাচ্ছে খেলার মাঠ।

নয়ন ঘোষ