একদল হাতি

Elephant Attack: এক-দুই-তিন-চার করে মোট ২০! জমা জল পেরিয়ে খাবারের খোঁজে লোকালয়ে হাতির দল, আতঙ্ক

আলিপুরদুয়ার: বর্ষার কারণে জঙ্গল বন্ধ হয়েছে শনিবার থেকে। কিন্তু লোকালয়ে তাদের আগমন অব্যাহত। বৃষ্টির আনন্দ উপভোগ করতে লোকালয়ে চলে এসেছে হাতির দল।

দিনের আলোতে লোকালয়ে চলে এল প্রায় কুড়িটি হাতির একটি দল। এদিন দুপুরে আলিপুরদুয়ার দুই ব্লকের সিমলাবাড়ি এলাকায় চলে আসে হাতির দল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে হাতির দল লোকালয়ে প্রবেশ করে।

আরও পড়ুন: ঘি করলা খান? ‘স্বর্গীয় ফল’ বলে অনেকে! ক্যানসার আটকাতে এর জুড়ি মেলা ভার, জানুন

বর্তমানে হাতির দল সিমলাবাড়ি এলাকায় একটি সেগুন বাগানে আশ্রয় নিয়েছে। ঘটনাস্থলে বন দফতরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে যান। এছাড়া শামুকতলা থানা থেকে পুলিশ পৌঁছয়।

আরও পড়ুন: দেশের সেরা ১০ মেডিক্যাল কলেজ: প্রথম স্থানে দিল্লির এইমস, তালিকায় ৩ বেসরকারি কলেজও! রইল খুঁটিনাটি

এদিকে হাতির দলটিকে দেখতে ভিড় জমিয়েছেন বাসিন্দারা। কোনও রকম অঘটন এড়াতে বনকর্মীরা দেখভাল করছেন এলাকাটিকে। বৃষ্টি টানা চলতে থাকলে রোজ এলাকায় হাতি আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।

Annanya Dey