হাতির আক্রমণ 

Jalpaiguri News: রাস্তা পার করছে হাতি! ছবি তুলতে গিয়েই বিপাকে ২ ‌যুবক, চটল দাঁতাল, তার পর…

জলপাইগুড়ি: একটুর জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক। জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে হাতি। কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে গেল গরুমারা জঙ্গলের ভিতর সড়কের। খাদ্যের সন্ধানে সড়কের ধারে গজরাজ। অতি উৎসাহী হয়ে ভিডিও তোলার হিড়িক। আর তাতেই রেগে লাল দাঁতাল। তাড়া করে দুই‌ যুবককে।

মঙ্গলবার দুপুরে এমনই দৃশ্য উঠে এল গরুমারা জাতীয় উদ্যান ঘেঁষে যাওয়া লাটাগুড়ি-চালশার মধ্যেকার সড়কে। মঙ্গলবার দুপুরে দু’টি বুনো হাতি খাবারের সন্ধানে গভীর জঙ্গলে থেকে লাটাগুড়ি চালশা সড়কের ধারে চলে আসে।

জংলি হাতি সামনে দেখেই দাঁড়িয়ে যায় যাতায়াতকারী যানবাহন। এরই মধ্যে স্কুটিতে বসা দুই যুবকের দিকে তেড়ে আসে একটি হাতি। যদিও কিছুটা দৌড়ে এসে থেমে যাওয়ায় হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পায় স্কুটিতে বসা দুই যুবক।

সুরজিৎ দে