জমির দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নবান্নর

Ethiopia Landslides: প্রথম ধসের পরক্ষণেই দ্বিতীয় ধস, মুহূর্তে শেষ ২২৯ মানুষের জীবন! ভয়ঙ্কর ঘটনায় শিউরে উঠল বিশ্ব

আদ্দিস আবাবা: ভয়ঙ্কর ভূমিধস পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায়। প্রথম ভূমিধসের কয়েক মিনিট পর দ্বিতীয় ধস। প্রথম ঘটনার পর যাঁরা ধসে চাপা পড়েছিলেন, তাঁদের উদ্ধার করতে এসে মর্মান্তিক পরিণতি হল উদ্ধারকারীদের। পূর্ব আফ্রিকার ইথিওপিয়ায় পরপর দু’টি ভূমিধসে মৃত বেড়ে ২২৯ জন। এখনও নিখোঁজ বহু। মৃতদের মধ্যে ১৪৮ পুরুষ ও ৮১ জন নারী। ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক অন্তঃসত্ত্বা ও নাবালকও।

ইথিওপিয়ায় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এই ভূমিধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের কাছে জরুরি ত্রাণসহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে মানবাকিকার সংগঠনগুলো। স্থানীয় বাসিন্দারা খালি হাতে মাটি সরিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। গত সোমবার কেনচো এলাকায় ভয়াবহ এই ভূমিধসের ঘটনা ঘটে। রাজধানী আদ্দিস আবাবা থেকে কয়েকশ কিলোমিটার দূরের এলাকাটি অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন। গোফা অঞ্চলের যোগাযোগবিষয়ক দফতরের অধীনে পড়েছে কেনচো এলাকা।

আরও পড়ুন: বাংলায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর কবে? সংসদে প্রশ্ন উঠতেই জবাব দিলেন মন্ত্রী

সোমবার প্রথম ভূমিধসের পর সংলগ্ন একটি এলাকায় আশ্রয় নেন স্থানীয়রা। তাঁদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষকরা। দ্বিতীয় ভূমিধসের ঘটনাটি ঠিক সেখানেই ঘটে। ধসের জেরে মাটি, পাথরের নীচে চাপা পড়েন সকলে। টানা দু’দিন ধরে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ২২৯ জনের মৃতদেহ উদ্ধারকাজ করা গেছে।

ভারী বৃষ্টির মাঝেই চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত মাত্র পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। প্রধানমন্ত্রী আবি আহমেদ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। প্রসঙ্গত, প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টির জেরে ইথিওপিয়ায় ধস, বন্যা, হড়পা বানের ঘটনা ঘটেই। কিন্তু এবার যা ঘটল, তা ভয়ঙ্কর।