প্রদর্শনী দেখতে ব্যস্ত পড়ুয়ারা

Freedom Fighter: জেলবন্দি স্বাধীনতা সংগ্রামীদের কাহিনী তুলে ধরতে তথ্য সংস্কৃতি দফতরের প্রদর্শনী বসিরহাটে 

উত্তর ২৪ পরগণা: দেশ স্বাধীনে জেলবন্দি সংগ্রামীদের কাহিনী তুলে ধরতে প্রদর্শনী বসিরহাটে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের ঝংকারে দেশের একাধিক জায়গায় বিদ্রোহের ঝড় উঠেছিল। তারই কবিতার একটি অংশ “কারার ঐ লৌহ কাপট” ইংরেজ শাসনকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকায় তৎকালীন অবিভক্ত ভারতের একাধিক কারাগারে জেলবন্দি অবস্থায় কাটাতে হয়েছিল স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের। এই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের জেলবন্দি অবস্থায় কাটানো মুহূর্ত, কোথায় কোন জেল অবস্থান ছিল তার ইতিহাস স্কুলের পড়ুয়াদের জানাতে তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের এন সি এম স্কুলে আয়োজিত বিশেষ প্রদর্শনী যার নাম দেয়া হয়েছে কারার ওই লৌহ কাপট।

আরও পড়ুন: নিরিবিল জলে নৌকাবিহার, প্রি-ওয়েডিং ফটোশ‍্যুট হোক বা পিকনিক, কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরেই রয়েছে ঘোরার

১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর থেকে ইংরেজরা ভারতের বিভিন্ন জায়গায় কারাগার তৈরি করতে থাকে। এরপর স্বাধীনতা আন্দোলন আরও দমন পীড়ন চালানোর ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে কারাগারের মধ্যে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ। ভারতের স্বাধীনতা আন্দোলনে বাংলার বিপ্লবীদের নিয়ে আয়োজিত প্রদর্শনীতে একদিকে পড়ুয়ারা যেমন শুধুমাত্র পাঠ্যবই নয়, থ্রিডি ছবির মাধ্যমে তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের সেলুলার, আলিপুর, চট্টগ্রাম, ঢাকা, সহ বিভিন্ন জেলে বিপ্লবীদের জেলবন্দী কাহিনী ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা