জেলা হাসপাতাল 

Alipurduar News: হাসপাতালে চরম অব‍্যবস্থা! সামাল দিতে দৌড়ে বেড়াচ্ছেন সুপার

আলিপুরদুয়ার: জেলা হাসপাতাল পরিণত হয়েছে ভাগাড়ে। চরম অব্যবস্থার ছবি ফুটে উঠেছে চারিদিকে। অভিযান শুরু করেছেন হাসপাতালের সুপার। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বেআইনি পার্কিং, হাসপাতল চত্বরে ঘুরে বেড়াচ্ছে গরু। যত্র তত্র পার্কিং বাইকের। কোন নিয়মের তোয়াক্কা না করে হাসপাতালের ভেতর ঢুকে যাচ্ছে টোটো।

হাসপাতালের প্রবেশের মূল রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছে গরু,দেখার কেউ নেই। এর ফলে হাসপাতালের পরিবেশ নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এ ব্যাপারে হাসপাতালে ঢোকা টোটো চালকরা জানান,তারা রোগী নিয়ে আসেন। এ ব্যাপারে হাসপাতাল সুপার ডা:পরিতোষ মন্ডল বলেন,”অভিযান চলছে। কম করে ২৫ টি গাড়িকে ফাইন করা হয়েছে। এটা নিয়মিত চলবে। আর পুরসভার সঙ্গে কথা বলে গরু ধরার অভিযান চলবে।”

আরও পড়ুন: স্কুলের হোম ওয়ার্ক গাছের চারা তৈরি! কোথায় দেখা গেল এমনটা?

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রসূতি বিভগের সামনে দড়ি টাঙিয়ে নবজাতক শিশুর কাপড় শুকিয়ে নিচ্ছে রোগীর পরিবার পরিজন। ওই কাপড়ে নোংরা লাগছে এবং পরবর্তীতে কাপড়টি শিশুর শরীরে দিলে ইনফেকশন ছড়াবে এই নিয়ে সচেতন করছেন হাসপাতাল সুপার। এছাড়া হাসপতালে রোগী প্রবেশের পথে বাইক রাখা হচ্ছে তার বিরুদ্ধে অভিযানে নামলেন জেলা হাসপাতাল সুপার।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey