প্রতিকী ছবি

Crime News: ভয়ঙ্কর! সবাই ঘুমনোর পরই শুরু হত স্ত্রীর…, চরম নৃশংসতায় অকালে প্রাণ গেল স্বামীর, কী করতেন? জানলে অবাক হবেন

হাওড়া: স্ত্রী’র অবৈধ সম্পর্কের পথের কাঁটা স্বামী! তাই স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিল স্ত্রী এমনটাই অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে। এই নারকীয় ঘটনাটি ঘটেছে হাওড়ায়। মৃতর পরিবার সূত্রে জানা যায়, পরকীয়া সম্পর্কের জেড়ে তিলে তিলে শেষ হয়েছে তাদের ছেলে। প্রায় ১২ বছর আগে ছেলের বিয়ে হয়েছিল। তাদের ছ’বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে বেশ আনন্দে চলছিল তাদের জীবন। কিন্তু বেশ কিছুদিন আগে থেকে মৃতর স্ত্রীর গতিবিধি ঠিক লাগছিল না। ছেলের বিরুদ্ধে স্ত্রী এমন বিপদের জাল বুনছে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি পরিবারের কেউ।

অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে পথের কাঁটা নিজের স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ নিয়মিত ভুল ওষুধ খাওয়ানোর ফলেই মৃত্যু ঘটে ব্যক্তির। রেডিমেড পোশাক প্রস্তুতকারক মৃত নাসিম আলী ( ৪০)। পরিবারের অভিযোগ, মৃত নাসিম আলীর সদ্দাররের স্ত্রী পাশের পাড়ার এক ওষুধ দোকানী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, স্বামীকে মারতে বয়ফ্রেন্ড ওষুধ দিত সেই ওষুধ প্রতিদিন স্বামী খাওয়াত স্ত্রী। দীর্ঘদিন এভাবে চলতে থাকার পর হঠাৎই সমস্যা গুরুতর হয়।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কিছুদিন আগে শরীরে ঘা বা ফোসকা নিয়ে ভর্তি হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতালে পরীক্ষার পর জানতে পারা যায় দীর্ঘদিন ধরে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। তার ফলেই এই মারাত্মক সমস্যা। সমস্যা এতটাই গুরুতর হয় ডাক্তার সেই সময় জানায় বাঁচিয়ে তোলা অত্যন্ত কঠিন। কিন্তু সর্বস্ব দিয়ে চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। অবশেষে কয়েকদিন লড়াই করার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাসিম আলীর। আরও জানা যায়, কেন তাকে এই ওষুধ খাওয়ানো হচ্ছিল, কোন প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধ খাওয়ানো হচ্ছিল এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি অভিযুক্ত স্ত্রী।

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এর ফলেই পরিবার মনে করছে পরকীয়া সম্পর্কের জন্যই এই ঘটনা। এ বিষয়ে মৃতর পরিবার ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতর স্ত্রীর নামে। অভিযোগের ভিত্তিতে ময়না তদন্ত হয় শুক্রবার দেহ বাড়িতে আনা হয় এবং দেহকে কবরস্থ করার পর এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। এদিকে ওই দিন রাতেই ওষুধ দোকানের মালিকের দোকান বাড়ি ভাঙচুর হয়। ছুটে আসেন বাঁকড়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে মৃতর স্ত্রীকে আটক করে পুলিশ। ওষুধ দোকানের মালিক এলাকা থেকে পালিয়ে যান। পুলিশ তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতার পরিবার ও পাড়া-প্রতিবেশী।

রাকেশ মাইতি