Tag Archives: Medicines

Malda Abhaya Clinic: বিনামূল্যে মিলছে ওষুধ ও চিকিৎসা পরিষেবা, জনসাধারণের জন্য চালু হল ‘অভয়া ক্লিনিক’

মালদহ: আন্দোলনে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের সাধারণ মানুষ। চিকিৎসকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ। তাই চিকিৎসকেরা নিজেদের নৈতিকতার দিক থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

মেডিক্যাল কলেজে কর্মবিরতি রেখে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা। কিন্তু সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এবার গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন জুনিয়ন চিকিৎসকেরা। চালু করা হয়েছে অভয়া ক্লিনিক। জুনিয়র চিকিৎসক মনীষা দাস বলেন, সাধারণ মানুষ আমাদের আন্দোলনে পাশে থেকেছে। আন্দোলন চালিয়ে গিয়েছে। তাই আমরাও সাধারণ মানুষকে পরিষেবা দিতে এই উদ্যোগ নিয়েছি। অভয়া ক্লিনিকে রোগীদের চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-   অ্যাকাউন্টে ছিল না ১০০ টাকাও, দিতে পারতেন না স্কুলের ফি, আজ তিনি কোটি কোটি টাকার মালিক, দাঁপিয়ে বেড়াচ্ছেন বলিউডে, বলুন তো কে?

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডাক্তার ফোরামের যৌথ উদ্যোগে অভয়া ক্লিনিক চালু করা হয়েছে। এদিন মালদহের হবিবপুর ব্লকের আইহোতে এই অভয়া ক্লিনিক চলে। সিনিয়র ও জুনিয়র-সহ ৬০ জন চিকিৎসক এই অভয়া ক্লিনিকে এদিন এদিন চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন। বিভিন্ন বিভাগের চিকিৎসকরা এদিন সাধারণ মানুষকে নানান পরিষেবা দিয়ে থাকেন। পাশাপাশি অভয়া ক্লিনিকের পক্ষ থেকে রোগীদের কিছু ঔষুধ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন-   জীবনটাই যেন ‘নরক’…! ছোটবেলা থেকেই অসহ্য কষ্ট-যন্ত্রণা! টেকেনি সংসার, মেলেনি সন্তান সুখ, আজও তিনি বলিউডের…

চিকিৎসক প্রকৃতি মান্নান বলেন, মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশন ও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের উদ্যোগে এই অভয়া ক্লিনিক চালু করা হয়েছে। গ্রামে গিয়ে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের প্রেসক্রিপশনে লেখা অভয়া ক্লিনিক।

হরষিত সিংহ

Crime News: ভয়ঙ্কর! সবাই ঘুমনোর পরই শুরু হত স্ত্রীর…, চরম নৃশংসতায় অকালে প্রাণ গেল স্বামীর, কী করতেন? জানলে অবাক হবেন

হাওড়া: স্ত্রী’র অবৈধ সম্পর্কের পথের কাঁটা স্বামী! তাই স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিল স্ত্রী এমনটাই অভিযোগ মৃত ব্যক্তির স্ত্রীর বিরুদ্ধে। এই নারকীয় ঘটনাটি ঘটেছে হাওড়ায়। মৃতর পরিবার সূত্রে জানা যায়, পরকীয়া সম্পর্কের জেড়ে তিলে তিলে শেষ হয়েছে তাদের ছেলে। প্রায় ১২ বছর আগে ছেলের বিয়ে হয়েছিল। তাদের ছ’বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকে বেশ আনন্দে চলছিল তাদের জীবন। কিন্তু বেশ কিছুদিন আগে থেকে মৃতর স্ত্রীর গতিবিধি ঠিক লাগছিল না। ছেলের বিরুদ্ধে স্ত্রী এমন বিপদের জাল বুনছে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি পরিবারের কেউ।

অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে পথের কাঁটা নিজের স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ নিয়মিত ভুল ওষুধ খাওয়ানোর ফলেই মৃত্যু ঘটে ব্যক্তির। রেডিমেড পোশাক প্রস্তুতকারক মৃত নাসিম আলী ( ৪০)। পরিবারের অভিযোগ, মৃত নাসিম আলীর সদ্দাররের স্ত্রী পাশের পাড়ার এক ওষুধ দোকানী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, স্বামীকে মারতে বয়ফ্রেন্ড ওষুধ দিত সেই ওষুধ প্রতিদিন স্বামী খাওয়াত স্ত্রী। দীর্ঘদিন এভাবে চলতে থাকার পর হঠাৎই সমস্যা গুরুতর হয়।

আরও পড়ুন-  বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

কিছুদিন আগে শরীরে ঘা বা ফোসকা নিয়ে ভর্তি হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। হাসপাতালে পরীক্ষার পর জানতে পারা যায় দীর্ঘদিন ধরে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। তার ফলেই এই মারাত্মক সমস্যা। সমস্যা এতটাই গুরুতর হয় ডাক্তার সেই সময় জানায় বাঁচিয়ে তোলা অত্যন্ত কঠিন। কিন্তু সর্বস্ব দিয়ে চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। অবশেষে কয়েকদিন লড়াই করার পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নাসিম আলীর। আরও জানা যায়, কেন তাকে এই ওষুধ খাওয়ানো হচ্ছিল, কোন প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধ খাওয়ানো হচ্ছিল এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেনি অভিযুক্ত স্ত্রী।

আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

এর ফলেই পরিবার মনে করছে পরকীয়া সম্পর্কের জন্যই এই ঘটনা। এ বিষয়ে মৃতর পরিবার ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতর স্ত্রীর নামে। অভিযোগের ভিত্তিতে ময়না তদন্ত হয় শুক্রবার দেহ বাড়িতে আনা হয় এবং দেহকে কবরস্থ করার পর এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। এদিকে ওই দিন রাতেই ওষুধ দোকানের মালিকের দোকান বাড়ি ভাঙচুর হয়। ছুটে আসেন বাঁকড়া ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে মৃতর স্ত্রীকে আটক করে পুলিশ। ওষুধ দোকানের মালিক এলাকা থেকে পালিয়ে যান। পুলিশ তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে। দোষীদের শাস্তির দাবি করেছেন মৃতার পরিবার ও পাড়া-প্রতিবেশী।

রাকেশ মাইতি

Union Budget 2024: বাজেটে বড় ঘোষণা নির্মলার! ক্যানসারের চিকিৎসার খরচ এবার অনেকটাই কমবে

নয়া দিল্লি:  মারণরোগ ক্যানসার থাবা বসালে সর্বস্বান্ত হয়ে যান সাধারণ মানুষ। এই রোগের চিকিৎসার খরচ যেমন বিপুল, ওষুধের দামও আকাশছোঁয়া। মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেটে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্যানসারের তিনটি ওষুধের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হল। এতে আগামী দিনে ক্যানসারের চিকিৎসার খরচ অনেকটাই কমবে, যা সাধারণ মানুষের পক্ষে স্বস্তিদায়ক।

ক্যানসারের চিকিৎসার অধিকাংশ ওষুধ বিদেশ থেকেই আমদানি করতে হয়। সেগুলির শুল্ক অতিরিক্ত। নতুন বাজেটে এই খরচ কম হওয়ায় ক্যানসারের চিকিৎসার ধকল কমবে বলেই আশা করা যায়।

ওষুধের পাশাপাশি দাম কমল মোবাইল, চার্জার সহ বৈদ্যুতিন সামগ্রীরও।  কারণ আমদানি শুল্ক ছাড়ের সিদ্ধান্ত তাতেও। অর্থমন্ত্রী জানিয়েছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় উপকৃত হয়েছেন ৮০ কোটি মানুষ ৷

মঙ্গলবার তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর গোড়ায় নিয়মমাফিক পূর্ণাঙ্গ বাজেট পেশ করা সম্ভব হয়নি। এবারের বাজেটে ৯টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে ৷ তার মধ্যে রয়েছে শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি উৎপাদন, কমর্সংস্থান, পরিকাঠামো৷ বাজেটে নজর দেওয়া হচ্ছে গরিব, যুব, মহিলা ও কৃষকদের উপরে ৷ মঙ্গলবার সংসদে ২০২৪-২৫ সালের বাজেট প্রস্তাব পেশ করার আগে সোমবার নির্মলা আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেছেন।

বিহার এবং অন্ধপ্রদেশের জন্য মোট ৪১ হাজার কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নীতীশ কুমারের বিহারে বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে, ঘোষণা করলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে অন্ধ্রপ্রদেশের জন্য চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। চন্দ্রবাবুর রাজ্য অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় বাজেটে।

আরও পড়ুন- নীতীশের বিহারের জন্য বাজেটে দরাজহস্ত নির্মলা, একের পর এক ঘোষণা! 

স্বাধীন ভারতে প্রথম অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করলেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে।

Medicine Price: বড় খবর, দাম কমলো ৫৪ নিত্য প্রয়োজনীয় ওষুধের! তালিকায় কোনগুলি দেখে নিন

দাম কমলো ওষুধের। গত এপ্রিলের শুরুতেই দাম বেড়েছিল নিত্য প্রয়োজনীয় ওষুধের। শনিবার ৫৪টি ওষুধ ও ফর্মুলেশনের দাম বেঁধে দিল সরকার।
দাম কমলো ওষুধের। গত এপ্রিলের শুরুতেই দাম বেড়েছিল নিত্য প্রয়োজনীয় ওষুধের। শনিবার ৫৪টি ওষুধ ও ফর্মুলেশনের দাম বেঁধে দিল সরকার।
যেসব ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সাাধারণ মানুষ।
যেসব ওষুধের দাম কমানো হয়েছে, তার মধ্যে রয়েছে মাল্টি ভিটামিন, ডায়াবেটিস, হার্ট এবং কানের রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। ফলে অনেকটাই স্বস্তি পেতে চলেছেন সাাধারণ মানুষ।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪ তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির ১২৪ তম সভায় এই ওষুধগুলির দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে বিক্রি হওয়া ওষুধের দাম নির্ধারণ করে এই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।
বৈঠকে ৫৪ টি ওষুধের ফর্মুলেশন ছাড়াও আটটি বিশেষ ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে ৫৪ টি ওষুধের ফর্মুলেশন ছাড়াও আটটি বিশেষ ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনপিপিএ-র বৈঠকে যে ৫৪ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ডি, মাল্টি ভিটামিন, কানের ওষুধ।
এনপিপিএ-র বৈঠকে যে ৫৪ টি ওষুধের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডায়াবিটিস, হার্ট, অ্যান্টিবায়োটিক, ভিটামিন ডি, মাল্টি ভিটামিন, কানের ওষুধ।
অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম গত মাসেও কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধও গত মাসে কিছুটা সস্তা হয়েছে।
অ্যান্টিবায়োটিক, মাল্টি ভিটামিন, ডায়াবিটিস, হার্ট সংক্রান্ত ওষুধের দাম গত মাসেও কমানো হয়েছিল। এছাড়াও লিভারের ওষুধ, গ্যাস-অ্যাসিডিটি, ব্যথানাশক, অ্যালার্জির ওষুধও গত মাসে কিছুটা সস্তা হয়েছে।

Medicines fail drug test: জ্বর থেকে ব্লাড প্রেসার, ভরসার ওষুধই পরীক্ষায় ফেল! জানলে হাত পা ঠান্ডা হয়ে যাবে

এই সমস্ত ওষুধই হয়তো খাচ্ছেন আমার আপনার পরিবারের কোনও সদস্য৷ চোখ বুজে ভরসা করা হয় যে সব ওষুধকে, সেরকমই নামী দামি ৫৮টি ওষুধের নমুনাই গুণমান পরীক্ষায় পাস করতে পারল না৷ প্রতীকী ছবি
এই সমস্ত ওষুধই হয়তো খাচ্ছেন আমার আপনার পরিবারের কোনও সদস্য৷ চোখ বুজে ভরসা করা হয় যে সব ওষুধকে, সেরকমই নামী দামি ৫৮টি ওষুধের নমুনাই গুণমান পরীক্ষায় পাস করতে পারল না৷ প্রতীকী ছবি
গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও ১১৬৭টি ওষুধের নমুনা পরীক্ষা করে৷ তার মধ্যে ৫৮ টি ওষুধই পরীক্ষায় পাস করতে পারেনি৷ ১১০৯টি ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করেছে৷
গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও ১১৬৭টি ওষুধের নমুনা পরীক্ষা করে৷ তার মধ্যে ৫৮ টি ওষুধই পরীক্ষায় পাস করতে পারেনি৷ ১১০৯টি ওষুধ গুণমান পরীক্ষায় পাশ করেছে৷
সিডিএসসিও-র করা ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় এই ওষুধগুলির নমুনা পাস করতে ব্যর্থ হয়েছে৷ ইতিমধ্যেই ওই ওষুধগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
সিডিএসসিও-র করা ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় এই ওষুধগুলির নমুনা পাস করতে ব্যর্থ হয়েছে৷ ইতিমধ্যেই ওই ওষুধগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
যে সমস্ত রোগের ওষুধ এই পরীক্ষায় পাস করতে পারেনি তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, জ্বর ঠান্ডা লাগায় ব্যবহৃত প্যারাসিটামলস, ত্বকের ফাংগাল ইনফেকশনের বহুল প্রচলিত কিছু ওষুধ৷

যে সমস্ত রোগের ওষুধ এই পরীক্ষায় পাস করতে পারেনি তার মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, জ্বর ঠান্ডা লাগায় ব্যবহৃত প্যারাসিটামলস, ত্বকের ফাংগাল ইনফেকশনের বহুল প্রচলিত কিছু ওষুধ৷
এ ছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি ৩, শরীরে আয়রণের পরিমাণ কমানোর ওষুধও এই তালিকায় রয়েছে৷
এ ছাড়াও ক্যালসিয়াম ও ভিটামিন ডি ৩, শরীরে আয়রণের পরিমাণ কমানোর ওষুধও এই তালিকায় রয়েছে৷
সবথেকে উদ্বেগের বিষয়, বেশ কিছু নামজাদা সংস্থার বাজারে বহুল প্রচলিত কিছু ব্র্যান্ডের ওষুধও এই তালিকায় রয়েছে৷
সবথেকে উদ্বেগের বিষয়, বেশ কিছু নামজাদা সংস্থার বাজারে বহুল প্রচলিত কিছু ব্র্যান্ডের ওষুধও এই তালিকায় রয়েছে৷