কালনা উপ সংশোধনাগার

উপ সংশোধনাগারে আয়োজিত হল অভিনব অনুষ্ঠান, জানলে অবাক হবেন!

পূর্ব বর্ধমান: কালনা উপসংশোধনাগারে আয়োজিত হল এক অভিনব অনুষ্ঠান। বন্দীদের দেওয়া হয়েছিল হস্তশিল্পের প্রশিক্ষণ। আর এবার তাদের তৈরি জিনিস বিক্রি করা হল।

পাশাপাশি তাদের তৈরি জিনিস দিয়ে হল প্রদর্শনীও।পূর্ব বর্ধমানের কালনার উপ সংশোধনাগারের বন্দীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দেওয়া হয়েছিল হস্তশিল্পের প্রশিক্ষণ।

অবসর প্রাপ্ত সরকারি কর্মী তাপস পাল নামের এক ব্যক্তির উদ্যোগে সংশোধনাগারেরকয়েকজন আবাসিককে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কালনা উপ সংশোধনাগারের ১৩ জন বন্দিকে বেছে নিয়ে তাদের হস্তশিল্পের প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।

আরও পড়ুন- ডার্বি ম্যাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা, বন্ধ হল মোহন বনাম ইস্ট ম্যাচ

পুরো প্রশিক্ষণ কর্মশালাটিই হয়েছিল নারকেলের মালার উপর। প্রশিক্ষণের পর তাঁরা নারকেল মালা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছিলেন। আর এবার সেইসকল জিনিস বিক্রির ব্যবস্থা করা হয়েছিল।

সমাজের মূল স্রোতে ফিরে গিয়ে যাতে তাদের সমস্যা না হয়। সেই কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে তাপস বাবু বলেন, “যদি সংশোধনাগারে সাজাপ্রাপ্তদের দিয়ে যদি কোনও কাজ করানো যায়, যাতে সমাজে ফিরে গিয়ে তারা আলোর দিশা পায়। সেই কথা ভেবেই আমার এই ট্রেনিং এর চিন্তা ভাবনা। আই জি কারেকশনাল হোম একটা চিঠি করি যে আমি এই ধরনের একটা ট্রেনিং করাতে চাই সাব কারেকশনাল হোমে। উনি আমাকে পারমিশন দেন। আমি দু মাসের একটা ট্রেনিং করাই।”

পরবর্তীতে প্রশিক্ষণ শেষে তাপস বাবু ভাবেন, প্রশিক্ষণ হয়ে গেলেই যদি সব শেষ হয়ে যায়, তাহলে কোনও লাভ হবেনা। তাই তিনি যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বিক্রির কথা ভাবেন।

আরও পড়ুন- দেশে ফিরে কান্নায় ভেঙে পড়লেন ভিনেশ, কারণ কী?

তাপস বাবুর কথায়, তারা তাদের তৈরি জিনিস বিক্রি করলে বুঝতে পারবে যে তারাও কিছু শিখতে পেরেছে। পাশাপাশি তাঁরা পরবর্তীতে অর্থ উপার্জনও করতে পারবে। সেই চিন্তা ভাবনা মাথায় রেখে ‘এক্সিবিশন কাম সেলের’ অনুমতি চেয়ে তাপস বাবু আবার চিঠি লেখেন সংশোধনাগার কর্তৃপক্ষকে।

এর পর কালনার এসডিও আয়োজন করেনএই অনুষ্ঠানের।কালনার কিছু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমস্ত জিনিসই কিনে নেন। তাদের তৈরি পেনদানী, লবণ দানী, পেপার ওয়েট, চাবির রিং সবই ছিল নজরকাড়া।

জানা গিয়েছে, বিক্রি হওয়া জিনিসের অর্থ প্রিজনার ওয়েলফেয়ার ফান্ডে জমা পড়বে। তাপস বাবুর এহেন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।

বনোয়ারীলাল চৌধুরী