চক্ষু পরীক্ষা 

Health Check Up Camp: গাড়ি চালকদের চোখ ঠিক রাখতে এগিয়ে এল সরকার

উত্তর ২৪ পরগনা: দুর্ঘটনা এড়াতে পরিবহণ শ্রমিকদের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা। জোর দেওয়া হল তাঁদের চক্ষু পরীক্ষার উপর। ভারত-বাংলাদেশ স্থলবন্দরের চালক ও খালাসিদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি সকলের নজর কেড়েছে। সাম্প্রতিককালে রাজ‍্য জুড়ে যেভাবে দুর্ঘটনার প্রবণতা বাড়ছে তা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে।

বসিরহাটের আঞ্চলিক পরিবহন দফতর (আরটিও)-এর উদ্যোগে বাস, লরি ও অটো সহ প্রায় শতাধিক পরিবণ শ্রমিকের বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষার ব‍্যবস্থা করল রাজ্য পরিবহণ দফতর। এদিন বসিরহাট স্বাস্থ্য জেলার সহযোগিতায় ও বসিরহাট মহকুমাশাসকের দফতরের প্রচেষ্টায় এই স্বাস্থ্য শিবির সংগঠিত হয়।

আর‌ও পড়ুন: এই বছর পুরুলিয়াতে সবচেয়ে ট্রেন্ডিং রাখি কোনটা জানেন?

এই স্বাস্থ্য শিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে চালকদের চক্ষু পরীক্ষার উপর। গাড়ি চালাতে চোখের উপর যথেষ্ট চাপ পড়ে। সেই চোখের সমস্যার জন্য অনেক সময়ই দুর্ঘটনা ঘটে। তাই পরিবহন শ্রমিকদের চোখ ঠিক রাখার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এমন শিবিরগুলি সেই উদ্দেশ্যেই করা।

এদিনের এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন বসিরহাটের মহকুমাশাসক আশিস কুমার ও উত্তর ২৪ পরগনা জেলা আরটিও সদস্য সুরজিৎ মিত্র সহ একাধিক আধিকারিক। এমন স্বাস্থ্য শিবিরের ফলে খুশি বেসরকারি পরিবহন শ্রমিকরা।

জুলফিকার মোল্যা